AFC Cup: মাচিন্দ্রার মুখোমুখি সবুজ-মেরুন, আগামীকাল মিলবে টিকিট?

AFC Cup: নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আসলে শেষ আইএসএল মরশুমে চূড়ান্ত সাফল্য এলে ও দক্ষ ফরোয়ার্ডের অভাব যথেষ্ট ভুগিয়েছে গোটা মরশুম।

AFC Cup Mohun Bagan

AFC Cup: নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আসলে শেষ আইএসএল মরশুমে চূড়ান্ত সাফল্য এলে ও দক্ষ ফরোয়ার্ডের অভাব যথেষ্ট ভুগিয়েছে গোটা মরশুম। তাই সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এছাড়াও দলে এসেছেন ইউরোপা লিগে দাপিয়ে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।

পাশাপাশি দেশীয় খেলোয়াড়দের মধ্যে দলে আনা হয়েছে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে আনোয়ার আলী ও সাহাল আবদুল সামাদের মতো তারকা ফুটবলার। যা দেখে খুশি হয়েছে সবুজ-মেরুন জনতা। আসলে এই নয়া ফুটবল মরশুমে শুধুমাত্র হিরো আইএসএল নয়, এএফসি কাপের মতো টুর্নামেন্ট ও জিততে চান সঞ্জীব গোয়েঙ্কা। সেজন্য নতুন করে ঢেলে সাজিয়েছেন গোটা দলকে।

তবে শেষ ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্স থাকলেও আসন্ন এএফসি কাপের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতার এই প্রধান। সেইজন্য নতুন করে সমস্ত অঙ্ক মেলাতে মরিয়া বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো নয়া পরিকল্পনা তৈরি করে মাচিন্দ্রা বধ করে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পরিকল্পনা সারছেন তিনি। অন্যদিকে, গতকাল শহরে এসেই সবুজ-মেরুন ব্রিগেডের প্রশংসায় পঞ্চমুখ মাচিন্দ্রা কোচ কিশোর কুমার। তবে লড়াই শেয়ানে শেয়ানে হবে তার ইঙ্গিত ও মিলেছে তার কথা থেকে।

বর্তমানে ডার্বির হতাশা ভুলে আগামী ১৬ আগস্টের ম্যাচের দিকেই তাকিয়ে সবাই। সেইমতো টিকিট সংগ্রহ করাও শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। অনলাইন মাধ্যমের পাশাপাশি আজ থেকে সবুজ-মেরুন তাঁবুতে মিলতে শুরু করেছে অফলাইন ম্যাচের টিকিট। নির্ধারিত সময়ের নিরিখে আজ ক্লাবের তরফ থেকে দেওয়া হয়েছে এএফসি কাপের টিকিট। তবে শুধু আজ নয়, কালকে ও মোহনবাগান তাঁবুর পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে মিলবে ম্যাচের টিকিট। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করার সুযোগ পাবেন বাগান সমর্থকরা।