বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনাকে (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত করার যে গণবিক্ষোভ হয়েছিল তাতে সনাতনী হিন্দুদের (Bangladeshi Hindus) অংশগ্রহণ ছিল, অথচ সরকার পরিবর্তন হলেও হয়রানি বন্ধ হয়নি এমনই অভিযোগ তুলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের হিন্দুরা।
শনিবার (২ নভেম্বর) কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশ ও মিছিল হয়। মিছিল থেকে বলা হয়, আট দফা দাবি না মানলে সারা বাংলাদেশের সনাতনীরা ঢাকা অবরোধ করা হবে। বিক্ষোভকারীরা বলেন, আমরা আগেই হুঁশিয়ারি করে দিচ্ছি। আমাদের দাবি মেনে নিন।
এই গণসমাবেশ ও মিছিলে কুমিল্লা শহর ও আশপাশের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ‘৪৭ এর পর থেকে আমরা অত্যাচারিত। সরকার আসে সরকার যায়। বিগত সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু আর পেলাম কোথায়? আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। আমাদের মা বোনদের ওপর হামলা হয়েছে। অথচ এই বিপ্লবে আমাদের অংশগ্রহণ কোনও অংশে কম নয়। সুতরাং আমাদের হয়রানি বন্ধ করতে হবে। না হয় সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’