MG Windsor EV নিয়ে বড় সাফল্যের ঘোষণা সংস্থার, কতজন কিনলেন এই গাড়ি?

গত মাস অর্থাৎ সেপ্টম্বরের ১১ তারিখ ভারতের বাজারে লঞ্চ হয়েছিল MG Windsor EV। ঠিক এক মাস পেরোতেই গাড়িটি নিয়ে সাফল্যের কথা ঘোষণা করল জেএসডব্লিউ এমজি…

MG Windsor EV

গত মাস অর্থাৎ সেপ্টম্বরের ১১ তারিখ ভারতের বাজারে লঞ্চ হয়েছিল MG Windsor EV। ঠিক এক মাস পেরোতেই গাড়িটি নিয়ে সাফল্যের কথা ঘোষণা করল জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া (JSW MG Motor India)। সংস্থা জানিয়েছে, আগের মাসে এটিই তাদের বেস্ট সেলিং মডেলের তকমা ছিনিয়ে নিয়েছে। প্রথম মাসে মোট ৩,১১৬ জন ব্যক্তি এই ব্রিটিশ সংস্থার ইলেকট্রিক গাড়িটি পথ চলার সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন। 

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া’র বেচাকেনা

   

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া এবছর অক্টোবরে মোট ৭,০৪৫টি গাড়ি বিক্রি করতে পেরেছে। এই মাসে সংস্থা সর্বাধিক বিক্রিবাটা করতে পেরেছে। পরিসংখ্যান বলছে, ২০২৩-এর অক্টোবরে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৫,১০৮ ইউনিট। ফলে গেল মাসে বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার এবছর সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ৪,৫৮৮ ইউনিট গাড়ি। যার তুলনায় অক্টোবরে বেচাকেনা বেড়েছে ৫৩.৫৫ শতাংশ। চলুন Windsor EV-র সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

MG Windsor EV দাম, ফিচার্স ও স্পেসিফিকেশন

MG Windsor EV-র দাম ১৩.৫০ লক্ষ থেকে ১৫.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। জানিয়ে রাখি, Windsor EV দেশের প্রথম ইলেকট্রিক গাড়ি যা ‘ব্যাটারি অ্যাজ এ সার্ভিস’ বেছে নেওয়া যায়। অর্থাৎ ব্যাটারি ভাড়া পাওয়া যায়। এর ফলে গাড়িটি ১০ লক্ষ টাকায় কেনা যায়। ব্যাটারি রেন্টে নিতে হলে অতিরিক্ত ৩.৫ লক্ষ টাকা দিতে হয়। 

দশ হাজারের কমে 4GB ব়্যাম ও 128GB স্টোরেজ সহ 5G ফোন, কিনবেন নাকি?

বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Tata Punch EV, Tata Nexon EV ও Mahindra XUV400। এমজি মোটর তাদের এই গাড়িটি একটি ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বা সিইউভি বলে দাবি করেছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে – Excite, Exclusive ও Essence।

Jio Fiber-এর এই প্ল্যান আপনাকে তাজ্জব করবে, জেনে নিন এখনই

এমজি উইন্ডসর ইভি-তে উল্লেখযোগ্য় ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ১৫.৬-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল,  ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, একটি বিস্তৃত কাচের ছাদ এবং শীর্ষ ট্রিমে এরো লাউঞ্জ সিট। গাড়িটি চারটি রঙে পাওয়া যাচ্ছে – স্টারবার্স্ট ব্ল্যাক, পার্ল হোয়াইট, ক্লে বেইজ এবং ফিরোজা গ্রিন। এতে রয়েছে চারটি রাইডিং মোড – ইকো+, ইকো, নর্মাল এবং স্পোর্ট। প্রসঙ্গত, ভারতের বাজারে লঞ্চ হওয়া MG Windsor EV ফুল চার্জে ৩৩২ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। এর মোটর থেকে ১৩৪ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে।