পরীমণির খুব কষ্ট কারণ তার বিছানা আলাদা হয়ে গেছে। তিনি নিজেই একথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। পরীর (porimoni) কষ্টে ভক্তরাও বেদনাহত। চিত্রনায়িকা পরীমণি (শামসুন্নাহার স্মৃতি) বাংলাদেশে যেমন জনপ্রিয় তেমনই তিনি পড়শি দেশের টলিউডেও প্রবল চর্চিত। ফলে তাঁর ‘বিছানা আলাদা’ বিষয়ের পোস্টে সীমান্তের দু়ুপারেই ঝড় তুলেছে।
ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সে সংসার টেকেনি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাই ছেলে পুণ্যকে পরিপূর্ণ সময় দিচ্ছেন অভিনেত্রী পরীমনি। এরই মধ্যে অভিভাবকত্ব নিয়েছেন একটি কন্যাশিশুর। বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে পরীমনির ভরা সংসার। মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছেন কাজে। এবার পরী জানালেন, বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।
ভিডিও শেয়ার করেছেন পরী। ভিডিওতে দেখা গেছে, পুটু নামের একটি পোষা কুকুরছানার নাম ধরে কথা বলছে পরীর ছেলে পুণ্য। পরীমণি লিখেছেন, ‘একটা ভুল করেছি আমি। আমার এই পোষ্যর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে! আমার ছেলে হবার আগে ও সব সময় আমার সঙ্গে ঘেঁষে থাকত। আমার কোলের মধ্যে ঘুমাত। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না।’
পরী লিখেছেন ‘ছেলে আসার পরই পুটুর বিছানা আলাদা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।’
দীর্ঘ পোস্টে পরীমণি তার পোষ্য পুটুকে নিয়ে অনেক কথা লিখেছেন। পোস্টে পরী আরও একটি বড় ভুলের কথা জানান ‘ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায়, তখন দেখলাম, পুটুর ভয়টা এখনো কাটেনি! আমি চেষ্টা করছি… হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে। আমার মতন এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার।’