Mahiya Mahi: গ্রেফতার লাস্যময়ী মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি গ্রেফতার। বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে তিনি ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তুলে ফেসবুক…

অভিনেত্রী মাহিয়া মাহি গ্রেফতার। বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে তিনি ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছিলেন। এর পরেই ডিজিটাল নিরাপত্তা আইনে অভিনেত্রী মাহিয়াকে গ্রে়ফতার করল পুলিশ।

শারমিন আকতার নিপা (মাহিয়া মাহি) সম্প্রতি বাংলাদেশের উপনির্বাচনে শাসক দল আওয়ামী লীগের হয়ে প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন। তবে তাঁকে শেষপর্যন্ত প্রার্থী করেনি আওয়ামী লীগ।

মাহিয়া মাহিকে গ্রেফতারের ঘটনায় বাংলাদেশ আলোড়িত। মাহি টলিউডেও পরিচিত। ফলে তাঁর গ্রেফতারের খবরে টলিপাড়া সরগরম। এর আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে মাদক মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে গ্রেফতার মাহিয়া মাহি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়।অভিনেত্রী মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকাতে নামতেই গ্রেফতার হলেন। জানা গিয়েছে তিনি স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে মক্কা গেছিলেন।  মক্কা থেকে শুক্রবার ফেসবুক লাইভে  মাহিয়া মাহি অভিযোগ করেন, তাঁর স্বামী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখলের চেষ্টা’রও অভিযোগ করেন মহিয়া মাহি। তাঁর এই লাইভের পর বাংলাদেশ পুলিশ প্রশাসনে চাঞ্চল্য ছড়ায়। মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলার ভিত্তিতে অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।

মাহির জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। ফলে তিনি ফেসবুক লাইভ করে পুলিশের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ করতেই বিতর্ক প্রবল আকার নেয়। ওই লাইভে মাহিয়ার স্বামী তথা আওয়ামী লীগ নেতা রকিব সরকার অভিযোগ করেন, তার একটি জমি বেআইনিভাবে অন্যকে পাইয়ে দিতে পুলিশ দেড় কোটি টাকা ঘুষ নিয়েছে।