Bangladesh: ভারত ছাড়ল বিপুল জল, বাংলাদেশের তিস্তাপারে লাল সতর্কতা

তিস্তা সংলগ্ন ভারতের অংশে অংশে হলুদ সতর্কতা। আর বাংলাদেশের দিকে লাল সতর্কতা। দুই দেশের মধ্যে বহমান তিস্তার জলস্তর বিপদসীমা ছুঁয়ে চলছে। বাংলাদেশের (Bangladesh) “পানি উন্নয়ন…

তিস্তা সংলগ্ন ভারতের অংশে অংশে হলুদ সতর্কতা। আর বাংলাদেশের দিকে লাল সতর্কতা। দুই দেশের মধ্যে বহমান তিস্তার জলস্তর বিপদসীমা ছুঁয়ে চলছে। বাংলাদেশের (Bangladesh) “পানি উন্নয়ন বোর্ড” (পাউবো) জানাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা ব্যারেজ থেকে তিস্তা প্রবল গতিতে ঢুকছে। এর ফলে বিস্তির্ণ এলাকা কয়েক ঘণ্টার মধ্যে বন্যায় তলিয়ে যাবে।

Advertisements

পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে তিস্তার গজলডোবা ব্যারেজ দিয়ে বাংলাদেশের দিকে শুক্রবার ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১ হাজার ৬৪৭ কিউসেক এবং সর্বনিম্ন ১ লাখ ৬৯ হাজার ৮৪৮ কিউসেক জল ছাড়া হয়েছে। ভারতের দিক থেকে তিস্তায় বিপুল পরিমান জল আসছে দেখে বাংলাদেশের নীলফামারী ডিমলার ডালিয়া পয়েন্ট ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়। এর ফলে বাংলাদেশ অংশে তিস্তা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

   

গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে হিমালয় অংশে ও পশ্চিমবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হচ্ছে। তিস্তা সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের আরও সম্ভাবনা আছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় হড়পা বানের আশঙ্কা আছে। ফলে তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে।