HomeWorldBangladeshপুজো বাঁচাতে রাজপথ দখলের পথে সংখ্যালঘুরা

পুজো বাঁচাতে রাজপথ দখলের পথে সংখ্যালঘুরা

- Advertisement -

মাস দুয়েক ধরে দেশে অস্থিরতা বেড়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে। এই পরিস্থিতিতে পালটা পথে বাংলাদেশের সংখ্যালঘুরা। শুক্রবার ঢাকার রাজপথে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।

কাশ ফুল, শরতের আকাশ জানাচ্ছে পুজো (Durga Puja) আসছে। মন ভালো করার মতো অনুভূতি। ওপার বাংলায় এটা যেন আতঙ্ক। উৎসব দূরের কথা, সে দেশের সংখ্যালঘু হিন্দুদের মনে প্রশ্ন, পুজো হবে তো?

   

কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন মণ্ডপে হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। বিভিন্ন মঞ্চ থেকে হুমকি এসেছে। সাফ বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে দুর্গাপুজো করা যাবে না। মুসলিম প্রধান দেশে হিন্দুদের ধর্মাচারণ করতে দেওয়া হবে না। অন্যথা হলে চরমতম পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Save Durga Puja

এই পরিস্থিতিতে এবার পালটা পথে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। শুক্রবার ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাঁদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ডাকে ঢাকা চলো। স্লোগান- চলো চলো, ঢাকা চলো। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে হবে সমাবেশ।
২০২১ সালে ভয়াবহ দুর্গাপুজো কাটিয়েছেন বাংলাদেশের হিন্দুরা। মূর্তি ভাঙা থেকে মণ্ডপে ভাঙচুর, আগুন, কিছুই বাদ ছিল না। বছর তিনেক পরেও কি সেই ছবি ফিরতে চলেছে পদ্মাপাড়ে? বাড়ছে উদ্বেগ। বাড়ছে আতঙ্ক।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular