Bangladesh: সমরেশ মজুমদারের প্রয়াণে শোক জানালেন শেখ হাসিনা

সমরেশ মজুমদারের প্রয়াণ সংবাদে বাংলাদেশের পাঠকরা শোক জানান। সামাজিক মাধ্যমে দু়ই বাংলার মানুষের শোক একাকার হয়ে গেছে।

sheikh hasina

সাহিত্য কোনও সীমারেখা মানেনা। তাও আবার একই ভাষা। ফলে পশ্চিমবঙ্গের তথা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক সমরেশ মজুমদার (Samaresh Majumder) বাংলাদেশেও (Bangladesh) প্রবল জনপ্রিয়। তাঁর প্রয়াণে বাংলাদেশের সাহিত্যিক মহল ও পাঠকরা শোকাহত। প্রয়াত সাহিত্যিকের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা।

সমরেশ মজুমদারের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা।  শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

   

লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার কারিগর সমরেশ মজুমার সোমবার প্রয়াত হন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

সমরেশ মজুমদারের প্রয়াণ সংবাদে বাংলাদেশের পাঠকরা শোক জানান। সামাজিক মাধ্যমে দু়ই বাংলার মানুষের শোক একাকার হয়ে গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন