Bangladesh: করতোয়া থেকে মৃতদেহ উঠছেই, মন্দিরে যেতে গিয়ে বহু মৃত্যু বাংলাদেশে

করতোয়া (Karatoya River) তীরে হাজার হাজার মানুষের ভিড়। সবার চোখ নদীর উপর। ডুবুরি ও উদ্ধারকারীরা তুলে আনছেন একের পর এক দেহ। রবিবার বাংলাদেশে (Bangladesh) ঘটেছে…

করতোয়া (Karatoya River) তীরে হাজার হাজার মানুষের ভিড়। সবার চোখ নদীর উপর। ডুবুরি ও উদ্ধারকারীরা তুলে আনছেন একের পর এক দেহ। রবিবার বাংলাদেশে (Bangladesh) ঘটেছে মর্মান্তিক নৌ দুর্ঘটনা (Ferry accident)। সোমবার সকাল পর্যন্ত শিশু মহিলা সহ ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও নিখোঁজ অনেকে। ঘটনাস্থল রংপুর বিভাগের পঞ্চগড় জেলা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও রয়টার্সের খবর, নৌ দুর্ঘটনা ঘটে করতোয়া নদীতে। রবিবার সনাতন হিন্দুরা মহালয়া উপলক্ষে পঞ্চগড় জেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় ছিল ধারণ ক্ষমতার বেশি ভিড়। মাঝ নদীতে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।

পঞ্চগড়ের জেলাশাসক মহ. জহিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ১২জন শিশু। উদ্ধার অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৃতদের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদানের ঘোষণা করা হয়।

পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, করতোয়ার স্রোতে কিছু দেহ ভেসে গেছে আত্রাই (আত্রেয়ী) নদীতে। পার্শ্ববর্তী দিনাজপুর জেলায় বহমান আত্রাই থেকে মৃতদেহ মিলেছে।