Tuesday, November 25, 2025
HomeWorldBangladeshসংখ্যালঘু নির্যাতন 'গভীর উদ্বেগে'র, ঘরে-বাইরে 'চাপে' মুখ খুলল ইউনূস সরকার

সংখ্যালঘু নির্যাতন ‘গভীর উদ্বেগে’র, ঘরে-বাইরে ‘চাপে’ মুখ খুলল ইউনূস সরকার

বাংলাদেশে (Bangladesh) হাসিনা সরকার পতনের পর থেকেই হিন্দুদের ওপর হামলা চরম আকার ধারন করে। তাঁদের মন্দির ও সম্পত্তির ওপর নির্বিচারে হামলা চালিয়েছে জামাত শিবির। আর এই ঘটনায় মুখ পুড়েছে বাংলাদেশে নবগঠিত সরকারের। কারণ পরিবর্তনের আশা দেখিয়েই ক্ষমতায় আসতে চেয়েছিল তাঁরা। কিন্তু অযাচিত এই হিংসা অস্বস্তিতে ফেলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে। রবিবার সেই নিয়েই প্রথমবার মুখ খোলে নতুন সরকার। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী।

Advertisements

সেবির মতো আর্থিক প্রতিষ্ঠানে ‘মোদী-ঘনিষ্ঠ’, হিন্ডেনবার্গ কী বিরোধীদের দাবিকেই মান্যতা দিল?

   

বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। সেই থেকে এই প্রথম বারের জন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে এই প্রথম কোনও মন্তব্য করল বাংলাদেশের সরকার। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পক্ষকে নিয়ে একটি বৈঠকে বসার কথাও বলাও হয় সরকারের পক্ষ থেকে। তবে ওই বৈঠকে কারা কারা যোগ দেবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

টানা নয় বছর ভারতের মাটিতে ঠায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমানটি, কোন উদ্দেশ্যে?

Advertisements

মূলত আওয়ামী লীগের ভোটব্যাঙ্কের একটা বড় অংশ হিন্দু সংখ্যালঘু ভোটার। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে একাধিক গুরুত্বপূর্ণ উচ্চপদে আসীন ছিলেন হিন্দুরা। তাতে মুসলিমদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। আর হাসিনার পতনের পর তার বহিঃপ্রকাশ ভয়ঙ্কর ভাবে ঘটে। যার ফলে আক্রান্ত হতে হয়ে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের।

আগামী ফুটবল বিশ্বকাপ জিতবে পাকিস্তান, জানালেন বিলাওয়াল

তবে ইতিমধ্যেই ঢাকা, খুলনা, পাবনা, রাজশাহী সহ একাধিক জায়গায় সমবেত হয়েছেন সেদেশের হিন্দুরা। গানে, কবিতায়, পোস্টারে নির্যাতনের বিষয়টি তুলে ধরছেন তাঁরা। পাশাপাশি ভারত সহ আন্তর্জাতিকস্তরেও চাপের মুখে পড়তে হয়েছে সদ্যগঠিত ইউনূস সরকারকে। ফলে হিন্দুদের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে নতুন সরকার বাধ্য হল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments