Bangladesh: যাত্রীরা ভিতরে, জ্বলছে বাংলাদেশের পারাবত এক্সপ্রেস

চলন্ত ট্রেনে বিধ্বংসী অগ্নিকান্ড। জ্বলছে বাংলাদেশের (Bangladesh) যাত্রীবাহী ট্রেন। আগুনের কারণে কামরার ভিতর আটকে পড়েছেন যাত্রীরা। তাদের উদ্ধারের কাজ চলছে।     বাংলাদেশের রেল সূত্রে খবর,…

short-samachar

চলন্ত ট্রেনে বিধ্বংসী অগ্নিকান্ড। জ্বলছে বাংলাদেশের (Bangladesh) যাত্রীবাহী ট্রেন। আগুনের কারণে কামরার ভিতর আটকে পড়েছেন যাত্রীরা। তাদের উদ্ধারের কাজ চলছে।

   

বাংলাদেশের রেল সূত্রে খবর, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন ধরে যায়। আগুন ছড়াতে শুরু করে। ছুটে চনা ট্রেনের আগুন দ্রুত বড় আকার নেয়। চালক ট্রেন থামিয়ে দেন।

শনিবার এই দুর্ঘটনা ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। স্থানীয় ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর জেরে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ট্রেনের পেছনের পাওয়ার কারে আগুন লাগে। মুহূর্তেই আগুন পেছনের আরও দুটি বগিতে ছড়িয়ে পড়ে। চালক এসময় গাড়ি থামিয়ে দেন। প্রাণভয়ে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। ট্রেনের এসি কেবিন সহ তিনটি কেবিন আগুনে পুড়ে যায়।