প্রসেনজিৎ চৌধুরী: বাংলাদেশ (Bangladesh) ঢুকছে মেট্রো যুগে-২৮ ডিসেম্বর। পাকিস্তান থেকে ছিন্ন হয়ে স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পর এই দেশটির প্রথম মেট্রোরেল দৌড়বে ঢাকার উপর দিয়ে। উড়াল পথে মেট্রোর প্রথম সওয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গন্তব্যে পৌঁছে দেবেন আরও এক নারী ট্রেন চালক মরিয়ম আফিজা। (Dhaka Metro Rail)
নারী ক্ষমতায়নের নতুন উদাহরন দেখাতে চায় বাংলাদেশ। ফলে ঐতিহাসিক মেট্রো যাত্রার শুরুটা হচ্ছে নারী চালক দিয়ে। তাঁর হাতেই মেট্রো যুগে দৌড় শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশে মেট্রো পরিচালন বিভাগ ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, ছয় জন নারী চালক নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা করার পরিকল্পনা করা হয়েছে। মরিয়ম আফিজা উদ্বোধনের দিন চালকের আসনে বসার প্রস্তুতি নিয়েছেন। সবার প্রশিক্ষণ শেষ হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রের শাখা কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন আফিজা। তিনি পরে মেট্রোরেলের চালক হিসেবে প্রশিক্ষণ নেন। গত বছর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে তিনি পুরো দস্তুর প্রস্তুত। মেট্রোরেলের নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা জানান, চালক হিসেবে প্রশিক্ষণের সব ধাপ পেরিয়েছি।
যানজটের নগরী বলে পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা। ঘণ্টার পর ঘণ্টা অপচয় হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ২০১৩ সালে বাংলাদেশ সরকার ঢাকায় মেট্রোরেল চালুর উদ্যোগ নেয়।
বিশ্বে মেট্রোরেল পরিষেবার ইতিহাস দেড়শ বছরের বেশি। ১৮৬৩ সালে প্রথম মেট্রোরেল চলেছিল লন্ডনে। প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লন্ডনে চলেছিল ১৮৯০ সালে।
বাংলাদেশের প্রতিবেশি ভারতে ১৯৮৪ সালে ভারতের প্রথম মেট্রোরেল চলে কলকাতায়। পাকিস্তানের প্রথম মেট্রোরেল চলে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ২০২০ সালে।