ইন্টারনেট বিচ্ছিন্ন রক্তাক্ত বাংলাদেশ যেন নিঃসঙ্গ দ্বীপ, বিশ্বের পোশাক শিল্পে বিরাট ক্ষতি

বিখ্যাত পোশাক শিল্প থমকে গেছে। বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ ভাঙানো যাচ্ছে না। ব্যাংকিং লেনদেন স্তম্ভ। ইন্টারনেট বিচ্ছিন্ন বাংলাদেশ (Bangladesh) যেন বঙ্গোপসাগরের মাঝে এক নি:সঙ্গ…

বিখ্যাত পোশাক শিল্প থমকে গেছে। বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ ভাঙানো যাচ্ছে না। ব্যাংকিং লেনদেন স্তম্ভ। ইন্টারনেট বিচ্ছিন্ন বাংলাদেশ (Bangladesh) যেন বঙ্গোপসাগরের মাঝে এক নি:সঙ্গ দ্বীপ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ঘিরে রক্তাক্ত মুহূর্ত পার করছে বাংলাদেশ। চলছে কারফিউ। আন্দোলনের সুযোগ নিয়ে উগ্র ধর্মান্ধ সংগঠনগুলি অভ্যুত্থান ঘটানোর ছক করেছিল বলে সরকারের দাবি।

প্রবল বিক্ষোভের চাপে কোটা নিয়মের সংস্কার করা হয়েছে বাংলাদেশে। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ সংরক্ষণ নীতি বাতিল হয় রবিবার। নতুন নির্দেশে জারি হয় ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। ‘কোটা নয় মেধা’ দাবিতে সাধারণ পড়ুয়াদের আন্দোলন ঘিরে সংঘর্ষ গণবিক্ষোভের চেহারা নেয়। বিক্ষোভ থেকে সরকার ফেলে দেওয়ার বার্তা ছড়ায়। সরকারে থাকা আওয়ামী লীগের দাবি, এই স্লোগান তুলেছিল উগ্র ধর্মান্ধ জামাত ইসলামিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। যদিও আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের উপর প্রথম হামলার অভিযোগ উঠেছে। সেই হামলার প্রত্যাঘাতে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। নিহত শতাধিক।

   

বিবিসি বাংলার খবর, বাংলাদেশে যাতে সরকার বিরোধী জনরোষের উস্কানি ও সংঘর্ষ আরও ছড়াতে না পারে তার জন্য ইন্টারনেট সংযোগ স্থগিত করা হয়েছে। এই কারণে থমকে গেছে বাংলাদেশের পেশাক উৎপাদন ও আমদানি রফতানি। পেশাক শিল্প প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Bangladesh News: ক্রিকেট বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ছাত্র আন্দোলন!

AFP জানাচ্ছে, রক্তাক্ত সংঘর্ষ ছড়ায় বাংলাদেশের সর্বত্র। রাজধানী ঢাকাতেই সর্বাধিক নিহত হন। এই নিহতদের সিংহভাগ গুলিবিদ্ধ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, ” অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

ডয়েচভেল রেডিও জানাচ্ছে, পাঁচ শতাধিক মানুষকে এখন পর্যন্ত আটক করা হয়েছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন জানান, কয়েকজন বিএনপি নেতাসহ অন্তত ৫৩২ জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷

রক্তাক্ত বাংলাদেশ থেকে ‘শেখ হাসিনাকে উদ্ধার করা হয়েছে’ সংবাদে বিশ্বজোড়া আলোড়ন