এবার সরকারি চাকরিতে কোপ! পাশ করেও বাদের খাতায় বাংলাদেশের হিন্দুরা

ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্দরে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে৷ বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস মুখে ‘সেকুলার’ বা…

Bangladesh Hindu discrimination

ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্দরে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে৷ বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস মুখে ‘সেকুলার’ বা ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ালেও, আদতে তার কোনও প্রমাণ মেলেনি৷ বরং দিন দিন সে দেশের হিন্দুদের উপর চাপ বড়েছে৷ হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো, মন্দিরে হামলা থেকে নারী নির্যাতনের ঘটনা, একের পর এক খবর মিলছে৷ এবার আরও একধাপ এগিয়ে কোপ পড়ল সরকারি চাকরিতে৷ প্রশাসনিক পদে কার্যত হিন্দু নিয়োগ নিষিদ্ধ করল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার৷ (Bangladesh Hindu discrimination)

বাতিল  বহু হিন্দু প্রার্থী Bangladesh Hindu discrimination

সম্প্রতি, বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএসের ফাইনাল লিস্ট প্রকাশ করে সে দেশের সরকার। এই পরীক্ষায় পাশ করেছিলেন বহু হিন্দু প্রার্থী৷ তাঁদের নাম বাতিল করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার, বর্ষশেষে এমনটাই জানান চট্টোগ্রামের জেলে বন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। যদিও বাংলাদেশ সরকারের তরফে এ প্রসঙ্গে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ অভিযোগ, গত ১৫ অক্টোবর যে লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেটি বাতিল করে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। আর সেখানেই হয়েছে কারচুপি৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বাদ দেওয়া হয়েছে ১৬৮ জন প্রার্থীর নাম। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশই হিন্দু। এই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে৷ 

   

অভিযগ চিন্ময় কৃষ্ণের আইনজীবীর  Bangladesh Hindu discrimination

বিসিএস-এ পাস করেও হিন্দু চাকরি প্রার্থীরা কাজের সুযোগ পাচ্ছে না৷ তাঁদের নাম বাতিল করা হচ্ছে৷ মঙ্গলবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করে এমনটাই দাবি করেন ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি বদল করে কেন বেছে বেছে হিন্দুদের বাদ দেওয়া হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ 

তথ্য বলছে, ৪৩ তম বিসিএসের তালিকায় প্রশাসন ক্যাডারে যে ২৬ জনকে বাদ পড়েছেন, তাঁদের মধ্যে ১৩ জনই হিন্দু। পররাষ্ট্র ক্যাডারে বাদ পড়া ৫ জনের মধ্যে ২ জন হিন্দু। কাস্টমস ক্যাডারে ৩ জনের মধ্যে একজন, পুলিশ ক্যাডারে ৮ জনের মধ্যে ২ জন, ট্যাক্সে ৭ জনের মধ্যে ৫ জন, সমবায় ক্যাডারে ৩ জনের মধ্যে ১ জন এবং রেলওয়ে ক্যাডারে একজন হিন্দুকে বাদ দেওয়া হয়েছে। ফুডেও বাতিল পড়া ৩ জনের মধ্যে ২ জন হিন্দু।

Bangladesh: Following the fall of Hasina’s government, Bangladesh faces turmoil with increased persecution of minorities. Interim government led by Mohammad Yunus accused of discriminating against Hindus in administrative jobs. Controversy arises over the exclusion of Hindu candidates from the civil service list.