Bangladesh: দুর্গা পূজায় টন টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার

শেখ হাসিনার দিল্লি সফরের মাঝেই ইলিশ বার্তা দিল বাংলাদেশ(Bangladesh)সরকার।আসন্ন শারদদোৎসবে ভারতে রফতানি হতে চলেছে টন টন ইলিশ। ঢাকায় এমনই ইঙ্গিত দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। বাংলাদেশ…

"Kolkata Residents Can Now Buy Fresh Raw Hilsa and Ilish-Related Food Items from the Ilish Online Portal"

শেখ হাসিনার দিল্লি সফরের মাঝেই ইলিশ বার্তা দিল বাংলাদেশ(Bangladesh)সরকার।আসন্ন শারদদোৎসবে ভারতে রফতানি হতে চলেছে টন টন ইলিশ। ঢাকায় এমনই ইঙ্গিত দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, জি ২০ শিখর সম্মেলন উপলক্ষে দিল্লিতে বিশেষ আমন্ত্রিত শেখ হাসিনা। তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, দিল্লি সফর সেরে ফেরার পর প্রধানমন্ত্রী নিজে ইলিশ রফতানির বিষয়টি দেখবেন।

শারদীয় দুর্গা পূজা বাংলাদেশে যেমন পালিত হয় তেমনই প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় পালিত হয়। দুর্গা পূজার সময় বাংলাদেশি ইলিশের চাহিদা থাকে বেশি। প্রায় একশটি প্রতিষ্ঠান ইলিশ রফতানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।

   

বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে। তবে কী পরিমাণ ইলিশ পাঠানো হবে তা চূড়ান্ত হয়নি। অনেকেই আবেদন করেছেন, সেখান থেকে যাচাই-বাছাই করা হবে। আগামী ১৫ তারিখের মধ্যে বৈঠক করে এটি চূড়ান্ত করা হবে।

Advertisements

বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, গতবার যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রফতানি করতে পারেনি। বিষয়টি মূলত কী পরিমাণ মাছ ধরা পড়লো সেটির ওপরও অনেকটা নির্ভর করে। তাই প্রতিষ্ঠানের সক্ষমতা দেখে অনুমতি দেওয়া হবে।