Bangladesh: সিগারেটের প্যাকেটে মিলল দেড় কোটি টাকার সোনা

ঢাকা: বিভিন্ন সরকারি সংস্থার চোখ ফাঁকি দিয়ে সোনা চোরাচালানে নানা কৌশলের আশ্রয় নিয়ে আসছে চোরাকারবারিরা। এবার এই কাজে বেছে নেওয়া হয়েছে সিগারেটের প্যাকেট। তবুও রক্ষা হয়নি, শেষ পর্যন্ত ঘটনাটি ধরা পড়েছে। প্রায় দেড় কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে সিগারেটের প্যাকেট থেকে।

বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এটি। পাচারের সময় ১৪টি সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

   

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশে ছিলেন গোয়েন্দা সংস্থার কর্মীরা। পরে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে সেটি বাজেয়াপ্ত করা হয়। তা খোলার পর সেখান থেকে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি সোনার বার বাজেয়াপ্ত করা হয়, যার বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছিল। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটের কোনো যাত্রী অবৈধভাবে এসব সোনা দেশে এনে আর বের করতে পারেননি৷ ভয়ে কনভেয়ার বেল্টে রেখে পালিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন