Bangladesh: সেনা নামিয়েও স্বস্তি নেই! বাংলাদেশে ‘শান্তিপূর্ণ নির্বাচন কঠিন’ জানাল কমিশন

সেনা নামিয়েও স্বস্তি নেই! হতাশ বাংলাদেশের (Bangladesh) মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনের ঠিক আগে সাংবাদিক সম্মেলনে তাঁর প্রকাশ্য স্বীকারোক্তি ‘শান্তিপূর্ণ নির্বাচন কঠিন…

Bangladesh

সেনা নামিয়েও স্বস্তি নেই! হতাশ বাংলাদেশের (Bangladesh) মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনের ঠিক আগে সাংবাদিক সম্মেলনে তাঁর প্রকাশ্য স্বীকারোক্তি ‘শান্তিপূর্ণ নির্বাচন কঠিন হবে’। সংঘাতময় পরিস্থিতি, নাশকতার আবহে রবিবার বাংলাদেশের ১২তম জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু পরিচালনা সম্ভব তা নিয়ে রাষ্ট্রসংঘ উদ্বেগে। আর নির্বাচন বয়কটের দাবিতে অনড় বিরোধীদের ডাকা হরতালে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে।

সেনা নামিয়ে সুষ্ঠু ভোট করানোর বার্তা দিলেও নির্বাচন কমিশন অসহায়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে তীব্র আতঙ্কে ভোটাররা। শনিবার থেকে হরতাল ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী অর্থাত দেশটির সবকটি বিভাগেই চরম উত্তেজনা। রবিবার ভোটে রক্তাক্ত পরিস্থিতির আশঙ্কা।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খোদ মুখ্য নির্বাচন কমিশনারের মন্তব্যে হতাশা স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে শান্তিপূর্ণ নির্বাচন উঠিয়ে আনা কঠিন হবে বলে মন্তব্য করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, কোনো একটা বিরোধী পক্ষ ভোট বর্জনের পাশাপাশি প্রতিহত করার চেষ্টা করছে। এতে নির্বাচন শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনতে কঠিন হবে। আশা করি ভোটাররা আসবে।

বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভোটগ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। তিনি বলেন, একটি বড় দল ভোট বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানাতে, ১২তম জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ আর পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ। তৃতীয় লিঙ্গ ভোটার ৮৪৯ জন। চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। জাতীয় সংসদের ৩০০টি আসন। ভোট হবে ২৯৯টি আসনে।

এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। সংসদে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হয়েছে আওয়ামী লীগের। মূল বিরোধী শক্তি বিএনপি ভোট বয়কট করেছে।