Sunday, December 7, 2025
HomeWorldBangladeshBangladesh: চট্টগ্রামে ভয়াবহ বিস্ফোরণ বাড়ছে নিহতের সংখ্যা, রক্ত দিচ্ছেন পড়ুয়ারা

Bangladesh: চট্টগ্রামে ভয়াবহ বিস্ফোরণ বাড়ছে নিহতের সংখ্যা, রক্ত দিচ্ছেন পড়ুয়ারা

- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ড এখন মৃত্যুপুরী। শনিবার রাতে বাংলাদেশের (Bangladesh) এই পর্যটন এলাকায় কন্টেনারা গোডাউনে বিস্ফোরণ ঘটে। রবিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ৩৭ জন। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এলাকাটিতে আতঙ্ক। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।

সীতাকুন্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দেড়শ জনের বেশি জখম। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের পক নিখোঁজ রয়েছেন অনেকে।

   

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছে একের পর এক দেহ। নিহতদের পরিচয় জানতে চলছে পরীক্ষা। এদিকে জখমদের চিকিৎসার জন্য দরকার রক্তের। কিন্তু হাসপাতালে রক্ত সংকট। ফলে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা রক্ত দিতে এগিয়ে এসেছেন।

সীতাকুন্ডের ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কন্টেনার রয়েছে। কেমিক্যাল কন্টেনার থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর কন্টেনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। ঘটনাস্থল থেকে তিন চার দূরের কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular