সিত্রাং (Sitrang)এখনও রূপ নেয়নি। তবে এটি তৈরি হতে যে যে লক্ষণগুলি গুরুত্বপূর্ণ সবকটি দেখা যাচ্ছে।আন্দামান সাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্নিঝড়টি ক্রমশ তার আকার নিতে থাকায় বাংলাদেশের সমুদ্রবন্দরে সতর্ক সংকেত (Bangladesh Cyclone Alert) দেখানো শুরু হয়েছে।
- নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে সিত্রাং।
- থাইল্যান্ড এই নাম রেখেছে। এই নামের অর্থ ‘পাতা’।
- আগামী ২৪ অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
- ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাগরে নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় পরিপূর্ণ রূপ নিয়ে ভারতীয় উপকূলবর্তী পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর ফলে বাংলদেশের মধ্যে পড়া সুন্দরবনের অংশে এটি প্রথম জমি স্পর্শ করতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আপাতত নিষেধ।
ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সিত্রাং হামলার আশঙ্কায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার জেলাগুলিতে স্থানীয় প্রশাসন সতর্ক।
বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশের তিনটি বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এই তিন বিভাগের মধ্যে পড়া বন্দরগুলিতে শুরু হয়েছে এক নম্বর সতর্কতা জারি। উড়ছে বিশেষ পতাকা। ঘূর্ণির শক্তি ও গতিপথ অনুসারে সতর্কতার মাত্রা বাড়বে বা কমবে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।