বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পড়শি দেশের এক বিএসএফ জওয়ান অনুপ্রবেশের অভিযোগে আটক। আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশের (Bangladesh) দিনাজপুরে ওই ভারতীয় রক্ষী কেন চলে এসেছেন তা স্পষ্ট হয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশের ভিতর ওই ভারতীয় সীমান্তরক্ষী ধরা পড়েন।
বিজিবির তরফে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ধৃত বিএসএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল আরিফুল ইসলাম জানান,এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।
বাংলাদেশের দিনাজপুর বিভাগটির লাগোয়া পড়শি দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা ও দক্ষিণ দিনাজপুরের অংশ।