হাসিনা পালাতেই খালেদা জিয়া মুক্ত, জামাত নিয়ন্ত্রিত ‘ভারত বিদ্বেষী’ সরকারকে মোদীর ‘সমর্থন’?

রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রতি ঘণ্টায় ঘণ্টায় কূটনৈতিক সমীকরণের জাল তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই ১৮ কোটি বাংলাভাষীর দেশটি প্রবল আলোড়ন ফেলেছে। সরকারি চাকরিতে কোটা…

Bangladesh Begum Khaleda Zia BNP Bangladesh Jamaat-e-Islami

রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রতি ঘণ্টায় ঘণ্টায় কূটনৈতিক সমীকরণের জাল তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই ১৮ কোটি বাংলাভাষীর দেশটি প্রবল আলোড়ন ফেলেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে ছাত্র আন্দোলনের রেশ ধরে গণবিক্ষোভে সোমবার পতন হয়ে গেছে শেখ হাসিনার শাসন জমানা। তিনি দেশত্যাগ করেছেন। চরম উত্তেজনার মধ্যে মঙ্গলবার বাংলাদেশে সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গঠিত জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহ. শাহাবুদ্দিন।

বিবিসি’র খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ঘনিষ্ঠ নোবেল জয়ী অর্থনীতির অধ্যাপক ড. মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হবে। তিনি বিএনপি ও জামাত ইসলামি,জাতীয় পার্টিসহ আরও কিছু দলের মিলিত সরকারের প্রধান হবেন। সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি। সেই মোতাবেক শেখ হাসিনার নেতৃত্বে চলা সরকার ভেঙে দেওয়া হল মঙ্গলবার। একইসঙ্গে মুক্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

   

সব চেষ্টাই প্রায় রসাতলে! হাসিনার লন্ডনে প্রবেশে কোথায় আপত্তি? জানাল ব্রিটেন

বিএনপি দলের সুপ্রিমো খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা ছিল। সবকটি মামলা থেকে তিনি রেহাই পাচ্ছেন। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর পুত্র তারেক রহমানের উপর থেকে গ্রেফতারি পরোয়ানা তুলে নিচ্ছে সরকার। তাঁর বিরুদ্ধে নাশকতা ছড়িয়ে শেখ হাসিনাকে খুনের চেষ্টার মামলায় গ্রেফতারের নির্দেশ ছিল। ইংল্যান্ডে আশ্রিত তারেক রহমান বাংলাদেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন।

অন্তর্বর্তী সরকার গঠন না করলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকায় তিনি বলেন, তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপি নাম পাঠাবে। তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার তাগিদও দেন তিনি।

বাংলাদেশে ফের বিএনপি ও জামাত ইসলামির জোট সরকার দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দল হতে চলেছে পাকিস্তানের ঘনিষ্ঠ জামাত। দলটিতে সম্প্রতি নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা। তিনি ক্ষমতাচ্যুত হতেই প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করল জামাত।

বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময় আটক হাসিনার মন্ত্রী পলক

বিবিসির খবর, ১৩ বছর পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জামাত ইসলামি।২০১১ সালের পর এখানে তারা ঢুকতে পারত না। জামাতের প্রধান নেতা (আমির) শফিকুর রহমান অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবেই চান। বাংলাদেশ জামাত ইসলামি প্রবল ভারত বিদ্বেষী বলেই চিহ্নিত।

ভৌগোলিক ক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ ভারত। এবার জামাত ইসলামির নিয়ন্ত্রণে থাকা সরকারকে কূটনৈতিক্ত সমর্থন কি দেবে মোদী সরকার? বিশ্লেষকরা বলছেন, ২০০১ সালে জামাত-বিএনপি জোটের সরকার ছিল বাংলাদেশে। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তখন ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল। ঢোঁক গিলে সেই সরকারকে সমর্থন দেবে ভারতের মোদী সরকার।