ইসকন (ISKCON) থেকে বহিষ্কৃত বাংলাদেশি (Bangladesh) সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ রাষ্ট্রদ্রোহ অভিযোগে জেলে বন্দি। এবার তাকে নিয়ে মোট ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা শুরু হয়েছে। চিন্ময়কৃষ্ণর মুক্তির দাবিতে ইসকনসহ বিভিন্ন হিন্দু সংগঠন বিক্ষোভ করছে বাংলাদেশ ও পড়শি ভারতে।
চিন্ময়কৃষ্ণ জড়ালেন হত্যাচেষ্টা মামলায় (Attempt to murder case filed against Bangladeshi monk Chiranmoy Krishna)
বিবিসি জানাচ্ছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসে বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে চট্টগ্রামের আদালতে।রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করা হয়। এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মহ: তারেক আজিজ বলেছেন, আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে ২৬শে নভেম্বরের ঘটনায় এই মামলা। উল্লেখ্য, ওই দিন চিন্ময়কৃষ্ণর গ্রেফতারি ও তাকে জেলে পাঠানোর নির্দেশের পর বিক্ষোভ হামলা ছড়িয়েছিল। সেই হামলায় সরকারি আইনজীবী সাইফুলকে আদালতের বাইরে কুপিয়ে খুন করা হয়। এতে জড়িত ইসকন ও হিন্দু সংগঠনগুলির শতাধিক সমর্থক।
একই দিনে জমি নিবন্ধনের অন্য একটি মামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে গেছিলেন ব্যবসায়ী এনামুল হক। অ়ভিযোগ, ওই দিন বিকেলে চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীরা ওই ব্যবসায়ীকে মারধর করে। আদালত প্রাঙ্গণে থাকা বিভিন্ন গাড়িও ভাঙচুর করেন তারা। মারধরে জখম ওই ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। তার তর়ফ থেকে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে মামলাটিতে ১৬৪ জন ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০০ জনকে।
চিন্ময়কৃষ্ণ রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দি (Bangladeshi monk Chiranmay Krishna, accused in sedition case)
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে বাংলাদেশে কয়েকটি স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা আক্রান্ত। ইসকন বাংলাদেশ শাখার দাবি, চিন্ময়কৃষ্ণর কোনও কর্মকাণ্ডের দায় তারা নেবে না। তবে তার মুক্তির জন্য আবেদন করেছে ইসকন।
অভিযোগ, গণবিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থেকে চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশে ধর্মীয় উত্তেজক ভাষণ দিয়েছিলেন। চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা রেখে তিনি ভাষণ দেন। জাতীয় পতাকার অবমাননা করায় চিন্মশ্রকৃষ্ণ রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত।
হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ও বাংলাদেশ দূতাবাসে হামলা:
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর ইসকন নিষিদ্ধ করার আন্দোলন থেকে সেখানকার হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। এর জেরে ভারতে চলছে বিভিন্ন হিন্দু সংগঠনের ক্ষোভ মিছিল। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভে দেশটির পতাকায় আগুন ধরানো হয়। এরপর বাংলাদেশে শুরু হয় ভারতের জাতীয় পতাকার অবমাননা। বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী আগরতনায় হিন্দুত্ববাদীদের বিক্ষোভ থেকে সরাসরি বাংলাদেশের দূতবাসেই হামলা হয়। এই হামলার পরেই ভারতের বিদেশমন্ত্রক দু:খ প্রকাশ করে।
Allegedly, Chinmoy Krishna Das has been giving religiously provocative speeches in Bangladesh since the fall of Sheikh Hasina in mass protests. At a rally in Chittagong, he delivered a speech while placing a religious flag over the national flag of Bangladesh. Chinmoy Krishna is accused of treason for insulting the national flag.