ষড়যন্ত্র অভিযোগে রাতভর জেরা ‘বিনোদিনী রাই’ শাওনের, বাড়িতে হামলা-আগুন

চোখের উপর সর্বক্ষণ আলো ফেলা থাকবে। সেইসঙ্গে লাগাতার প্রশ্ন। রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছড়ানোর অভিযোগে রাতভর জেরার মুখোমুখি বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন।…

Bangladesh Actress Meher Afroz Shaon

চোখের উপর সর্বক্ষণ আলো ফেলা থাকবে। সেইসঙ্গে লাগাতার প্রশ্ন। রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছড়ানোর অভিযোগে রাতভর জেরার মুখোমুখি বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন। তিনি (Meher Afroz Shaon) বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুলের সৎ শাশুড়ি!

বাংলাদেশে গতবছর রক্তাক্ত গণবিক্ষোভের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অভিযোগ, অভিনেত্রী শিল্পী শাওন ক্রমাগত বর্তমান অন্তবর্তী সরকারের সমালোচনা করছিলেন।

   

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি এলাকা থেকে আজ (বৃহস্পতিবার) রাতে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। দৈনিক ‘সমকাল’-এর খবর, ঢাকার ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

দৈনিক ‘ইত্তেফাক’ জানিয়েছে, সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার থেকে বাংলাদেশ নতুন করে উত্তপ্ত। ভারতে আশ্রিত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঢাকার ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেন হাজার হাজার জনতা। আর জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়ি পোড়ানো হয়। পৈত্রিক বাড়ি পোড়ানোর সংবাদ পাওয়ার কিছু পরেই ঢাকা থেকে আটক করা হয় শাওনকে।

বাংলা ভাষার নন্দিত সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম পক্ষের কন্যা শীলা আহমেদের বান্ধবী শাওন। আর শীলার বর্তমান স্বামী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অসিফ নজরুল।