Bangladesh: পশ্চিমবঙ্গ থেকে ঢুকবে ৬০-৮০ কিমি বেগে ঝড়, বাংলাদেশের আম রাজ্য হবে তছনছ

বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন স্থানে  বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর…

বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন স্থানে  বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

বাংলাদেশ আবহাওয়া দফতর জানাচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রাজশাহী মূলত আমের রাজ্য বলে পরিচিত। পশ্চিমবঙ্গের দিক থেকে কালবৈশাখীর আঘাতে রাজশাহীর আম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক ঝড়েও রাজশাহীতে আম পড়ে নষ্ট হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি মাপা হয়েছে রংপুরে ১৭ মিলিমিটার।