বাংলাদেশে স্কুল, কলেজ খুললেও উপস্থিতি প্রায় শূন্য! ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ

মঙ্গলবারেও স্বাভাবিক হয়নি বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। প্রশাসনের বার্তা অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টায় কার্ফু প্রত্যাহার হলেও এখনও বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। অফিস, কারখানা, স্কুল-কলেজ পুনরায় খোলার অনুমতি…

bangladesh

মঙ্গলবারেও স্বাভাবিক হয়নি বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। প্রশাসনের বার্তা অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টায় কার্ফু প্রত্যাহার হলেও এখনও বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। অফিস, কারখানা, স্কুল-কলেজ পুনরায় খোলার অনুমতি দেওয়া হলেও এখনই শুরু হল না বিশ্ববিদ্যালয়গুলির স্বাভাবিক পঠনপাঠন। শুধু তাই নয়, প্রথম আলোর থেকে পাওয়া খবরের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার শহরের বেশকিছু জায়গায় পুলিশের মৃতদেশ উদ্ধার হয়েছে।

ভারতে থাকতে পারবেন ‘দেশত্যাগী’ হাসিনা? কী বলছে দিল্লি-ঢাকা বন্দি বিনিময় নীতি

   

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরই পঠনপাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। প্রসঙ্গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু কার্যকর থাকবে বলে জানানো হয়েছিল। এর পর মঙ্গলবার থেকেই স্কুল-কলেজ, অফিস-কাছারি, কারখানা খোলা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রশাসনের বিজ্ঞপ্তির পর মঙ্গলবার থেকেই পদ্মাপারের বেশির ভাগ অফিস, আদালত খুলে গিয়েছে বলে খবর। খুলেছে ব্যাঙ্কও। বাংলাদেশ ব্যাঙ্কের তরফে অবশ্য জানানো হয়েছে, অঞ্চলভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ব্যাঙ্কগুলি নিজেদের শাখা খোলা রাখতে পারবে।

হাসিনা বাংলাদেশ ছাড়তেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোয় প্রকাশিত খবরের সূত্রে, চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীসংখ্যা ২ হাজার ৪০০। আজ মঙ্গলবার স্কুল খুললে দশম শ্রেণির মাত্র একজন শিক্ষার্থী এসেছিল। তবে আর কেউ না আসায় ওই শিক্ষার্থী শ্রেণিকার্যক্রমে অংশ নেয়নি। চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সব প্রতিষ্ঠানেই উপস্থিতি হাতে গোনা। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, কর্মকর্তাদের উপস্থিতি তুলনামূলক কম।

সোমবার বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই ঢাকায় ১৩টি থানা ও দু’টি সংশোধনাগারে হামলা চালানো ও বন্দিদের ছাড়িয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। ভাঙচুর চালানো হয়েছে বাড্ডা, ভাটারা, যাত্রাবাড়ি, মহম্মদপুর-সহ একাধিক থানায়। অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন হাসিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।