Bangladesh: ১৪টি হিন্দু মন্দির ভাঙচুর, দেব-দেবীর মূর্তি ধ্বংস করেছে দুষ্কৃতীরা

vandalised Hindu temples in northwestern Bangladesh

শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাংলাদেশের (Bangladesh) উত্তর-পশ্চিমাঞ্চলে ১৪টি হিন্দু মন্দিরে হামলা চালায়। রিববার পুলিশ এ তথ্য জানিয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা বিদ্যানাথ বর্মণ বলেন, “রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হামলা চালিয়ে ১৪টি মন্দিরের মূর্তি ভাঙচুর করে৷ কিছু মন্দিরের পাশের পুকুরে পাওয়া গেছে। বর্মন বলেন, “অপরাধীদের এখনও শনাক্ত করা যায়নি, তবে আমরা চাই তাদের দ্রুত ধরা হোক।”

হিন্দু সম্প্রদায়ের নেতা এবং সংঘ পরিষদের সভাপতি সমর চ্যাটার্জি বলেছেন, এলাকাটি সর্বদা আন্তঃধর্মীয় সম্প্রীতির অঞ্চল হিসাবে পরিচিত ছিল ৷ কারণ, এরকম কোন জঘন্য ঘটনা আগে এখানে ঘটেনি৷ আমাদের (হিন্দুদের) সাথে মুসলিম ভাইয়েদের সঙ্গে কোন বিরোধ নেই… কারা এই হামলার পেছনে রয়েছে তা বুঝতে পারছি না।’ বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, শনিবার রাতে ও রবিবার ভোরে কয়েকটি গ্রামে হামলার ঘটনা ঘটে।

   

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, “দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করার জন্য এটি একটি সুপরিকল্পিত হামলার ঘটনা বলে মনে হচ্ছে।” তিনি বলেন, পুলিশ অবিলম্বে দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক বা প্রশাসনিক প্রধান মাহবুবুর রহমান বলেন, “এই মামলাটি শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে হচ্ছে এবং এটি একটি গুরুতর অপরাধ।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন