Bangladesh: ভোটের আগেই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিরাট বিজয় মিছিল

জাতীয় নির্বাচনের আগেই বিজয় মিছিল করে চমক বাংলাদেশের (Bangladesh) সরকারে থাকা দল আওয়ামী লীগের। দলটির তরফে মিছিলের পোশাকি নাম ‘বিজয় শোভাযাত্রা’। নির্বাচন অনুষ্ঠিত হবে ৭…

জাতীয় নির্বাচনের আগেই বিজয় মিছিল করে চমক বাংলাদেশের (Bangladesh) সরকারে থাকা দল আওয়ামী লীগের। দলটির তরফে মিছিলের পোশাকি নাম ‘বিজয় শোভাযাত্রা’। নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। বাংলাদেশি ও আন্তর্জাতিক জনমত সমীক্ষায় স্পষ্ট বলা হয়েছে ফের আওয়ামী লীগের সরকার হতে চলেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ক্ষমতায় আসছেন। যদিও বিরোধীদের দাবি নির্বাচন হবে একপেশে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূল বিরোধী পক্ষ বিএনপি ভোটে অংশ নেয়নি। তীব্র রাজনৈতিক সংঘাত ও অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার বিজয় শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ।

ভোটের আগেই বিজয় মিছিল? এমনই প্রশ্নে বিতর্ক। আ়ওয়ামী লীগের যুক্তি, এটি নির্বাচন কেন্দ্রিক কোনও মিছিল নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জয় উদযাপন করতে বিজয় শোভাযাত্রা করা হয়েছে। তবে বিরোধীদের কটাক্ষ, মুখে সেরকম বললেও আসলে একতরফা ভোটে জয় নিশ্চিত বুঝেই এমন শোভাযাত্রা করছে সরকারপক্ষ। প্রধান অতিথি  হিসেবে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় স্লোগান চলতে থাকে।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। সে কারণে গত ১৮ ডিসেম্বর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত নির্বাচনি কাজে বাধা হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিগুলি বাতিল। তবে আওয়ামী লীগকে ১৯টিভি শর্তে শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সারা দেশে আওয়ামী লীগ আর তাদের সহযোগী সংগঠনগুলি বিজয় শোভাযাত্রা করে।