বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে গোপনে পা রেখেছে আরাকান আর্মি (Arakan Army)। মঙ্গলবার এমনই খবরকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল বাংলাদেশে। ভারতের টিভি ৯ ও পশ্চিমী সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চট্টগ্রামের টেকনাফ উপজেলার কিছুটা অংশ নিজেদের অধিকারে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে চট্টগ্রামে পা রাখার আগে বাংলাদেশের বিজিবির সঙ্গে সীমান্ত সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। কিন্তু আরাকারদের তীব্র হামলাতে শেষপর্যন্ত পিছে হটতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী।
পাক-নির্মিত বাংলাদেশের মর্টার আছড়ে পড়ল ভারত সীমান্তে,বাড়ল উত্তেজনা!
মূলত ওই অঞ্চলটি গভীর অরণ্য-পাহাড় ঘেরা হওয়ায় বাংলাদেশি সেনার চেয়ে আরাকান যোদ্ধাদের যুদ্ধ পরিচালনার দক্ষতা অনেকটাই বেশি। তাই এরকম প্রতিকূল পরিস্থিতিতে আরাকানদের বিরুদ্ধে বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি বিজিবির পক্ষে। এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞমহল। যদিও চট্টগ্রামের জমি হাতছাড়া হওয়ার পর এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চায়নি ঢাকা। নিজেদের দুর্বলতা ঢাকতেই সত্যি গোপন করছে ইউনূস সরকার, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।
মনিপুরে উদ্ধার স্টারলিঙ্কের স্যাটেলাইট, ভারতের জন্য কী নয়া ‘চক্রান্ত’ মাস্কের?
ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে গিয়েই নিঃশব্দে বিপদকে কাছে টেনে আনলো ঢাকা। গত ১০ ডিসেম্বর চট্টোগ্রাম সীমান্ত সংলগ্ন মংডু শহর দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (Arakan Army)। চট্টগ্রাম সীমান্তে বয়ে চলা নাফ নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে এই গোষ্ঠীটি। রোহিঙ্গা অধুষ্যিত রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এই মুহূর্তে সবথেকে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখন বাংলাদেশিদের কাছে আতঙ্কের অপর নাম আর নাফ নদী । কারণ কোনও বাংলাদেশি দেখলেই গুলি চালাতে এক সেকেন্ডও ভাবছে না আরাকাররা।
Bangladesh News: বাংলাদেশে দুই ইসলামি ধর্ম প্রচারক ভক্তদের সংঘর্ষ, ঢাকায় নিহত একাধিক
তবে এবার টেকনাফের পর চট্টগ্রামের অন্যান্য উপজেলা বান্দারবন, রাঙামাটি ও কক্সবাজারের মতো জায়গাগুলিতেও আরাকানদের থাবা পড়তে পারে বলেই মনে করছে সামরিক বিশেষজ্ঞেরা। এমনকী বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিনেও হামলা চালাতে পারে আরাকানেরা। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।