আম্বেদকরকে শ্রদ্ধা করলে মধ্যরাতের মধ্যে শাহকে বরখাস্ত করুন, মোদীকে চ্যালেঞ্জ খাড়্গের

নয়াদিল্লি: আম্বেদকর-কাণ্ডে তুঙ্গে তরজা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চেয়ে গলা ফাটাচ্ছে কংগ্রেস৷ পাল্টা কংগ্রেসকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই তরজার মাঝেই প্রধানমন্ত্রীকে ultimatum…

Kharge demands amit shahs resignation

নয়াদিল্লি: আম্বেদকর-কাণ্ডে তুঙ্গে তরজা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চেয়ে গলা ফাটাচ্ছে কংগ্রেস৷ পাল্টা কংগ্রেসকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই তরজার মাঝেই প্রধানমন্ত্রীকে ultimatum দিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে৷ রাত ১২টার মধ্যে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন। তিনি বলেন, ‘‘আমাদের দাবি, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে৷ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড. বিআর আম্বেদকরের প্রতি আস্থা থাকে, তাহলে অমিত শাহকে রাত ১২টার মধ্যে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন৷  মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই তাঁর৷ তাঁকে বরখাস্ত করলে তবেই মানুষ চুপ থাকবে৷ না হলে প্রতিবাদ চলবে। মানুষ ড. বি আর আম্বেদকরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।’’

অমিত শাহকে বরখাস্তের দাবি Kharge demands amit shahs resignation

একটি প্রেসকনফারেন্সে খাড়্গে বলেন, অমিত শাহের মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা করতে হবে৷ প্রধানমন্ত্রী তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করলে, মানুষ রাস্তায় নামবে। প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত মঙ্গলবার৷ সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এটা যেন ফ্যাশন হয়ে গিয়েছে৷— অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার কেউ ভগবানের নাম নিলে, সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই মন্তব্যের পরই ক্ষেপে ওঠে কংগ্রেস৷ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন৷ বুধবার সকালে সংসদের বাইরে অম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান তাঁরা। ‘জয় ভীম’ স্লোগান ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। অমিত শাহের পদত্যাগের দাবি তোলে কংগ্রেস।

   

 

Bharat: Ambedkar controversy: Congress demands Amit Shah’s resignation. PM Modi defends Shah and criticizes Congress. Kharge issues ultimatum for Shah’s dismissal by midnight.