Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, নামবে ইন্টারপোল

রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। অভিযোগ, তিনি বিক্ষোভ দমনে গণহত্যা চালিয়েছিলেন। শতাধিক হত্যা মামলায় অভিযুক্ত হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে…

Seikh Hasina Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, নামবে ইন্টারপোল

রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। অভিযোগ, তিনি বিক্ষোভ দমনে গণহত্যা চালিয়েছিলেন। শতাধিক হত্যা মামলায় অভিযুক্ত হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে এমন দাবি উঠেছে। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে জারি হবে গ্রেফতারি পরোয়ানা।

হাসিনা ভারতে আশ্রিত। তাঁকে ফেরৎ দিতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছে মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

   

বাংলাদেশ সরকার জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগ হলেই শুরু হবে প্রাথমিক কাজ। এ সপ্তাহেই শেখ হাসিনাসহ পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চাওয়া হবে গ্রেফতারি পরোয়ানা।

তিনি বলেন, আইন অনুযায়ী তাদের গ্রেফতারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে। কোনো অপরাধী বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে ইন্টারপোলের সিস্টেমের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকায় তাদের  গ্রেফতারে বাংলাদেশ ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে।আমরা অনেককেই দেশে ফেরত আনতে পারব। 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা এখানে বিচার করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি ফুলস্কেলে মাস খানেকের মধ্যে বিচার শুরু হয়ে যাবে।