বিক্রম মিশ্রির সফরের পর ইউনূস সরকারের বার্তা ‘শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতে আছেন। তিনি বাংলাদেশে গণহত্যার মামলায় বিচারাধীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে (ICT)বিচার চলছে। তিনি ভারত থেকে পরপর রাজনৈতিক…

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতে আছেন। তিনি বাংলাদেশে গণহত্যার মামলায় বিচারাধীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে (ICT)বিচার চলছে। তিনি ভারত থেকে পরপর রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য করছেন বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ। সাম্প্রতিক কূটনৈতিক সংঘাতে ঢাকা সফরের পর ভরতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনার কোনও মন্তব্য সমর্থন করে না ভারত। তার এই মন্তব্যের পর হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়ে রাজনৈতিক জল্পনা প্রবল।

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত এমনই দাবি করলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা’ আসিফ মাহমুদ। তিনি ঢাকায় সাংবাদিক বৈঠকে জানান, “ভারতের পররাষ্ট্র সচিব (বিদেশ সচিব) যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।

   

আসিফ মাহমুদ আরও বলেন, ”আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথা সময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে”

বিবিসির খবর, গত পাঁচই অগাস্ট বাংনাদেশে ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে তিন মাস পর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে রাজনীতিতে সরব হওয়া শুরু করেন।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ইসকন থেকে বহিষ্কৃত) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে। তার মুক্তি চেয়ে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে ভারতে। আগরতলায় হিন্দুত্ববাদীদের সেই হামলার জেরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র। তবে হামলার পরেই দু:খ প্রকাশ করে ভারত। এরকমই গরম কূটনৈতিক সংঘাত আবহের মাঝে সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা সফর করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

মিশ্রি ঢাকা সফর শেষে ভারতে ফিরে বলেছেন, শেখ হাসিনার কোনও মন্তব্যের সমর্থন করেনা ভারত। এই সংবাদটি সর্বভারতীয় সংবাদপত্র The Hindu প্রকাশ করতেই বাংলাদেশ সরগরম। এরপরেই কূটনৈতিক মহলে গুঞ্জন শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত সরকার। তবে একাংশ কূটনীতিক মনে করছেন, বিতর্ক এড়াতে হাসিনাকে অন্য একটি এমন দেশে পাঠানো হবে যাদের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নেই। আপাতত শেখ হাসিনা দিল্লিতেই থাকবেন।

উল্লেখ্য ১৯৭৫ সালে তার পিতা-মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিদ্রোহী সেনা অফিসাররা খুন করেছিল। তখনও শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ ফিরেছিলেন। ২০২৪ সালে তিনি ফের দেশছাড়া।

India will return Sheikh Hasina as per the prisoner exchange agreement, said Asif Mahmud, the ‘Local Government and Sports Advisor’ of the Bangladesh interim government. He told a press conference in Dhaka, “When the Indian Foreign Secretary came to Bangladesh, it was said by Bangladesh that a genocidal fascist who is supposed to be tried right now, who is supposed to be in prison now, is staying in India and from there he is giving various programs and various hateful statements.”