উন্মত্ত জনতা ঠুকে ঠুকে ভাঙলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Mujibur Rahman) মূর্তি। সেই মুজিবুর রহমান যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন সেই মানুষের মূর্তি এখন ঠুকে ঠুকে ভাঙছেন উন্মত্ত জনতা। গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়ে সেখানে তাণ্ডব চালাচ্ছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিরাট পূর্ণাবয়ব মূর্তি ভেঙে ফেলে আন্দোলনকারীরা। হাতুড়ি নিয়ে মূর্তির মাথায় উঠে মাথার অংশে বারংবার মেরে ভাঙার চেষ্টা করে দুএকজন সরকার বিরোধী আন্দোলনকারী। শুধু তাই নয়, জানা গিয়েছে হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সোমবার তাঁর সরকারের পতনের পরেই উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত ধানমান্ডির সেই স্মৃতি বিজড়িত ভবন।
Allah is Great! The people of Bangladesh, who separated from Pakistan because of this traitor Sheikh Mujibur Rehman, have finally broken his statues down. All those traitors who went against Pakistan faced this fate and shall continue to do so, InshAllah. pic.twitter.com/bFB8gnp0jI
— Wajahat Kazmi (@KazmiWajahat) August 5, 2024
প্রসঙ্গত সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷ সোমবার দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷
ইতিহাসের পুনরাবৃত্তি, আরও একবার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ!
অতীত ঘেঁটে দেখলে দেখা যায় পাকিস্তান সরকার এবং সেনা নিপীড়নের প্রতিবাদে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত।’ তাঁর সেই বক্তৃতা সূচনা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের। যার পরিণামে সে বছরের ডিসেম্বরেই বদলে গিয়েছিল এশিয়ার মানচিত্র। কিন্তু স্বাধীনতার পরে মুজিবের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৭৫ সালের ১৫ অগস্ট ভোরে ৩২ নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃংশস ভাবে খুন হয়েছিলেন তিনি।
পদত্যাগ করলেও একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা
উল্লেখ্য সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামে হাসিনার বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বায়ুসেনার একটি মালবাহী বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং কয়েক জন অফিসার। সূত্র মারফৎ জানা গিয়েছে সোমবার রাতে ভারতে থেকে মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন।