কবে বাংলাদেশের ক্ষমতা ছাড়বেন জানালেন নোবেলজয়ী ড. ইউনূস

বাংলাদেশে (Bangladesh) রক্তাক্ত ছাত্র আন্দোলনের ধাক্কায় গত ৫ আগস্ট টানা চারবারের সরকারে থাকা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত। পদ্মাপারে পালাবদলের পর গত ৮ আগস্ট…

Conspiracy to fail Muhammad Yunus government of Bangladesh from Foreign soil by BNP

বাংলাদেশে (Bangladesh) রক্তাক্ত ছাত্র আন্দোলনের ধাক্কায় গত ৫ আগস্ট টানা চারবারের সরকারে থাকা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত। পদ্মাপারে পালাবদলের পর গত ৮ আগস্ট থেকে চলছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী (Muhammad Yunus) ড. মুহাম্মদ ইউনূস। তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানালেন কবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে।

তৃণমূলের ১০ সাংসদ-বিধায়ক যৌন হেনস্থায় অভিযুক্ত, বিজেপি শীর্ষে ও দ্বিতীয় কংগ্রেস

   

হাসিনা জমানার পতনের পর অম্তর্বর্তীয় সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের তরফে এটি দ্বিতীয় জাতির উদ্দেশে ভাষণ। রবিবার (২৫ আগস্ট) তিনি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেন।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।

তিনি বলেছেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এর জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ‘সন্দীপ ঘনিষ্ট’ ফরেন্সিক অধ্যাপক

মুহাম্মদ ইউনূস বলেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়। আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব।

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন দমনে বিগত শেখ হাসিনার শাসনে গত জুলাই মাস থেকে রক্তাক্ত পরিস্থিতি চলছিল। তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।

শেখ হাসিনার শাসনকে স্বৈরাচার বলেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভাষণে বলেন, ১৫ বছরের স্বৈরশাসন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটি একটি চ্যালেঞ্জ বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।  মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান পতিত স্বৈরশাসক নষ্ট করেছেন। কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছেন। দেশের মালিকানা নিজের ও পরিবারের হাতে তুলে দিয়েছিলেন।

আবারও রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ভেঙে দু-টুকরো ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেস

ড. ইউনূস বলেন, বাংলাদেশকে আর কোনদিন যেন কেউ পুলিশি রাষ্ট্র বানাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে; সংবাদ পত্রের অবাদ স্বাধীনতা নিশ্চিত করা হবে, বিদেশি সাংবাদিকদের অলিখিত যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দেওয়া হবে। বিচারের আগে আদালত অঙ্গনে হামলা করে বিচার করা আমাদের ছাত্রদের আন্দোলনের ফসলকে সমস্যায় ফেলবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।