Bangladesh: রক্তাক্ত নির্বাচন, বাংলাদেশে কুপিয়ে খুন শুরু

জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন ধরিয়ে যাত্রীদের পুড়িয়ে খুন, যানবাহনে আগুন ধরানো, রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ (Bangladesh) বাংলাদেশ। ভোট হবে ৭ জানুয়ারি। ভোটের আগে এবার প্রার্থীর সমর্থককে কুপিয়ে খুনের ঘটনা ঘটল।

মাদারীপুরের কালকিনিতে ইস্কান্দার খান (৫২) নামে স্বতন্ত্র প্রার্থীর (নির্দল) এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খুনের ঘটনায় অভিযুক্ত সরকারে থাকা দল আ়ওয়ামী লীগের কয়েকজন। শনিবার ওই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

   

মাদারীপুর-৩ আসনের নির্বাচনী প্রচারে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষের জেরে খুন বলে মনে করছে পুলিশ। শনিবার সকালে বাজার করতে গেছিলেন রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে ইস্কান্দার খান। তিনি স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা আক্তারের সমর্থক। ইস্কান্দারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পুলিশ পাঠানো হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন