নাশকতার চক্রী কম্পিউটার সায়েন্স দক্ষ জঙ্গি নেতা ধৃত বাংলাদেশে

স্বীকারোক্তি খুঁটিয়ে দেখে চমকে যাচ্ছেন বাংলাদেশ (Bangladesh) ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (RAB) অফিসাররা। কম্পিউটার সায়েন্সের অগাধ বিদ্যার ঝলক বেরিয়ে এসেছে জঙ্গি নেতার বয়ানে। কম্পিউটার বিজ্ঞানকে কাজে…

Hizb ut Tahrir, Militant

স্বীকারোক্তি খুঁটিয়ে দেখে চমকে যাচ্ছেন বাংলাদেশ (Bangladesh) ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (RAB) অফিসাররা। কম্পিউটার সায়েন্সের অগাধ বিদ্যার ঝলক বেরিয়ে এসেছে জঙ্গি নেতার বয়ানে। কম্পিউটার বিজ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশে জঙ্গি জাল ছড়ানোর কাজে জড়িত হিযবুত তাহরীর (Hizb ut-Tahrir) সংগঠনের অন্যতম নেতা নাফিজ সালাম উদয়। বছর ৪৫ এর উদয় সফটওয়্যার ভিত্তিক বিভিন্ন উপায়ে বাংলাদেশি যুবক-যুবতীদের মনে উগ্র চিন্তাধারা ছড়াচ্ছিল। তার মাধ্যমে জঙ্গি সংগঠনটির বিস্তার হয়েছে দ্রুত গতিতে।

বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মহম্মদ ফজলুল হক জানিয়েছেন, ধৃত নাফিস সালাম উদয় জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। এই সংগঠনের অর্থ বিভাগের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে

এক নজরে হিযবুত তাহরীর
‌আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি বিভিন্ন দেশে ছড়িয়ে আছে
‌১৯৭৪ সালে মিশরে সরকার বিরোধী অভ্যুত্থানে জড়িত
‌২০১১ সালে বাংলাদেশে সরকার ফেলে দিতে অভ্যুত্থানে জড়িত
বাংলাদেশে বেশ কয়েকজন যুক্তিবাদী ব্লগার খুনে জড়িত হিযুবত জঙ্গিরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাট সমর্থক জাল বিস্তার করেছিল
‌বিভিন্ন বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানেও জাল বিস্তার করে হিযবুত
‌২০০৯ সাল থেকে বাংলাদেশ নিষিদ্ধ হিযবুত তাহরীর

জেএমবি ও নব্য জেএমবি জঙ্গিদের একাধিক ঘাঁটি ধংস করেছে বাংলাদেশ সরকার। দুই সংগঠন আপাতত তেমন সক্রিয় নয়। এই অবস্থায় বাংলাদেশে নতুন করে সংগঠন বিস্তারে জোর দিয়েছে হিযবুত তাহরীর।

ধৃত জঙ্গি উদয়কে জেরা করে জানা গিয়েছে, পরিচয় গোপন রাখার জন্য বিভিন্ন ছদ্মবেশে গত ৮ বছর ধরে জঙ্গি জাল বিস্তার করার কাজ করছিল। ২০০১ সালে নাফিজ সালাম উদয় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যায়। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক হয়। ২০০৮ সালে বাংলাদেশে ফিরে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেয়। এর পাশাপাশি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গি সংগঠনে ঢুকতে উৎসাহিত করেছে।