HomeWorldBangladeshফের বাংলাদেশের উপকূলে জ্বলছে জাহাজ

ফের বাংলাদেশের উপকূলে জ্বলছে জাহাজ

- Advertisement -

বাংলাদেশে (Bangladesh) কয়েক সপ্তাহ ধরে পরপর জাহাজে অগ্নিকাণ্ড ঘটার পিছনে কি নাশকতা?,এমনই প্রশ্ন উঠছে। শনিবার রাত থেকে আবারও জ্বলন্ত জাহাজের ছবিতে শোরগোল। রবিবার (১৩ অক্টোবর) সকালেও জাহাজটি জ্বলছে।

গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়।  এর আগে আরও একটি জাহাজে আগুন ধরার ঘটনা ঘটে।  ফের শনিবার আরও একটি জাহাজে আগুন ধরল।

   

জাহাজের নাম সুফিয়া। জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল।   জানা গেছে, রবিবার ভোর পর্যন্ত ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উপকূলে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানান বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর পূর্বাঞ্চল গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান ,শনিবার মধ্যরাতে জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular