Bangladesh: পদ্মায় চিৎকার ‘বাঁচাও বাঁচাও’, নৌ দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা বাংলাদেশে

ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায়নি। তবে বহু মানুষের চিৎকার শোনা গেছিল-বাঁচাও বাঁচাও। পাড়ে থাকা অনেকেই সেই আর্তনাদ শুনেছেন। বছরের প্রথম বড়সড় নৌ দুর্ঘটনা হয়েছে (Bangladesh) বাংলাদেশে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এই দুর্ঘটনা ঘটেছে দেশটির মানিকগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত পাটুরিয়া ফেরিঘাটে।

বুধবার সকালে পদ্মায় নোঙ্গর করা ‘রজনীগন্ধা’ নামে একটি ফেরি ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পদ্মার অপর দিকের দৌলতদিয়া ঘাট থেকে থেকে ছেড়ে আসা ফেরি ঘন কুয়াশার কারণে পাটুয়ারিয়ার ৫ নম্বর ঘাটের কাছে আটকে পড়েছিল। বুধবার সকালে বাল্কহেড ওই ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ডুবতে থাকে ফেরি।

   

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়। এমনই জানিয়েছেন শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। কয়েকজন জানান এসময় দেখেছি ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে। ডুবে যাওয়া ফেরিটিকে একটি টাক বোট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন