Manipur: জঙ্গি হামলা মণিপুরে, গুলিবিদ্ধ নিহতের খবর আসছে

মণিপুরের (Manipur) মোরে শহরে জঙ্গি হামলা।ইমা কন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে ।এই হামলার খবর বলে জানা গিয়েছে। ওই সময় আইআরবি কর্মীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঠিক…

মণিপুরের (Manipur) মোরে শহরে জঙ্গি হামলা।ইমা কন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে ।এই হামলার খবর বলে জানা গিয়েছে। ওই সময় আইআরবি কর্মীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঠিক তখনই গুলি চালায় জঙ্গিরা। তারপর নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলে গুলির লড়াই। হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। 

সূত্রের খবর, আজ ভোর চারটে নাগাদ চিকিম গ্রামের পাহাড়ের চূড়া থেকে এমা কন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে নিরাপত্তা বাহিনীর উপর রকেট চালিত গ্রেনেড (আরপিজি) এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।

তবে, আসাম রাইফেলস, যারা আইআরবি পোস্ট থেকে মাত্র ২০ মিটার দূরে ছিল, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষন চলে গুলির লড়াই। এবং আইআরবি আধিকারিকদের উদ্ধার করেন।

ইমা কনডং লাইরেম্বি আইআরবি পোস্টে প্রথম হামলার পর সশস্ত্র দুর্বৃত্তরা এসবিআই ব্যাংক বিল্ডিং দেখুনাই রিসোর্টে মোতায়েন নিরাপত্তা বাহিনীর উপর আবারও হামলা চালায়। যেখানে স্পেশাল কমান্ডোর সুপারিনটেনডেন্ট আশ্রয় নিয়েছিলেন।

এই হামলায় আইআরবির এক কর্মী আহত হন। তাকে চিকিৎসার জন্য কেএলপির আসাম রাইফেলসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারত-মায়ানমার সীমান্তে মোরে শহরে আসাম রাইফেলস, গোর্খা রেজিমেন্ট, বিএসএফ, স্পেশাল কমান্ডো, মোরেহ কমান্ডো, ৫ম ও ৬ষ্ঠ আইআরবি এবং ৮ম মনিপুর রাইফেলসের (এমআর) সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও গুলির লড়াই চলছে বলে খবর। 

উল্লেখ্য, ১৬ জানুয়ারি কুকি ইনপি টেংনোপাল এবং চান্দেল, রাজ্য সরকার জেলা প্রশাসন এবং পুলিশ সুপার টেংনোপালকে সতর্ক করে দিয়েছিলেন যে ফিলিপস কে. খোংসাই এবং হেমখোলাল মেটকে ২৪ ঘন্টার মধ্যে যেকোন শর্তে মুক্তি দিতে, যদি না হয় তবে তারা গুরুতর হামলা চালাবে এবং এর দায় সরকার, জেলা প্রশাসন এবং টেংনুপালের সুপারিনটেনডেন্টের হবে।