Bangladesh: বাংলাদেশে ভোটের ৭২ ঘণ্টা আগে গোয়েন্দা কর্তা ও মার্কিন প্রতিনিধিদের মুরগি ভোজ!

ভোটের আগে মুরগি ভোজ!  মুরগির মাংস, ভাত, মিষ্টি সহযোগে ভরপুর খাওয়া দাওয়া। ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধানের এমনই পেটভর্তি আমন্ত্রণে খুব খুশি (Bangladesh) বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পরিবেশ পরিরদর্শনে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বিদেশি অতিথিদের তৃপ্তি করে খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। নির্বাচন ৭ জানুয়ারি।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন পর্যবেক্ষককে মধ্যাহ্নভোজ করান ডিবিপ্রধান হারুন। ঢাকা  পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ ডিবি অফিসে গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়ন করেন মার্কিন প্রতিনিধিদের খাবার খাইয়েছেন তিনি।মার্কিন প্রতিনিধিদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

   

মার্কিন প্রতিনিধি দল নির্বাচনে পুলিশের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায়। ভোজ খেতে খেতে নিরাপত্তা নিয়ে তথ্য পান তারা। গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশ অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

পর্যবেক্ষক দলে আইআরআই এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ,প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার সহকারী সচিব জিয়াদ চৌধুরী।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকারপক্ষ আওয়ামী লীগ বনাম দলটির বিক্ষুব্ধ নির্দল (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে সিংহভাগ আসনের লড়াই। বহু আসনে প্রবল চাপের মুখে আওয়ামী লীগ। তবে দলটি সূত্রে খবর, যে বিক্ষুব্ধরা জয়ী হবেন তারা আওয়ামী লীগেই ফের সামিল হবেন নিশ্চিত। দেশটির সংসদে বিরোধী দল হিসেবে স্বীকৃত জাতীয় পার্টি (জাপা) ও সরকারে থাকা দল আওয়ামী লীগের মধ্যে অনেক আসন সমঝোতা হয়েছে। আর ভোটকে বানরের পিঠা ভাগ বলে কটাক্ষ করে মূল শক্তিশালী বিরোধীপক্ষ বিএনপি ভোটে অংশ নেয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন