Purba Medinipur: খেজুরিতে তৃণমূল কর্মীকে খুন, বিজেপি নেতার স্ত্রী আটক

উত্তপ্ত খেজুরি। গভীর রাতে এক তৃণমূল সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা তৃ়ণমূলের…

উত্তপ্ত খেজুরি। গভীর রাতে এক তৃণমূল সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা তৃ়ণমূলের অভিযোগ, খুনে জড়িত বিজেপি।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি ২ ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙ্গনবাড়ি গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম শম্ভু দাস ( ৪২) ।  তার বাড়ী খেজুরি জনকা গ্রামে। এই ঘটনায় বিজেপি বুধ সভাপতি স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

  তৃণমূল সমর্থক শম্ভু দাস পেশায় মাছ ব্যবসায়ী। বুধবার রাতে ওই তৃণমূল সমর্থককে বিজেপি নেতা উৎপল দাস বাড়িতে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। রাত থেকে নিখোঁজ ছিল ওই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খেজুরি থানার পুলিশ আছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” পুকুর থেকে দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। রক্তের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তে রিপোর্ট হলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

খেজুরি তৃণমূল নেতা শ্যামল মিশ্র বলেন ” তৃণমূল কর্মীকে খুন করেছে। বিজেপি উৎপল দাসের বাড়ী থেকে রক্তের দাগ পাওয়া গেছে। জুতো জামা পড়ে রয়েছে। পুকুর থেকে তৃণমূল কর্মীর দেহ পাওয়া গেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শম্ভু দাস তৃণমূলের সক্রিয় কর্মী। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করার জন্য অনুরোধ জানাই “।

খেজুরি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বনভূমি কর্মাধ্যক্ষ,  বিজেপি নেতা পবিত্র দাস বলেন ” প্রথমে বলব খেজুরিতে পশ্চিম ভাঙ্গনবাড়িতে বোম বিস্ফোরণ হয়ে এনআই তদন্ত চলছে। মৃত্যুকে কেন্দ্র করে  তৃণমূল নেতারা রাজনৈতিক চক্রান্ত করছে। যেখানে খুন হয়েছে বলছে সেখানেই তৃণমূল কংগ্রেস জিতেছে। আইনের প্রতি পুরো বিশ্বাস আছে “।