Bangladesh: ঢাকার রাস্তায় ফেলে বেধড়ক মারধর হিরো আলমকে

ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালীন মারধর করা হলো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তথা নির্দল প্রার্থী হিরো আলমকে। এর আগেও তিনি বেশ কয়েকবার আক্রাম্ত হন। তবে…

ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালীন মারধর করা হলো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তথা নির্দল প্রার্থী হিরো আলমকে। এর আগেও তিনি বেশ কয়েকবার আক্রাম্ত হন। তবে এবার যেভাবে তাকে গণপ্রহার করা হয়েছে তাতে তীব্র আলোড়িত নেটিজেনরা। বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে হিরো আলমকে মারধরের ছবি।

বাংলাদেশে সাম্প্রতিক বেশ কয়েকটি ভোটে প্রার্থী হন হিরো আলম। তার আসল নাম আশরাফুল আলম। তিনি সক্রিয় রাজনীতিতে আসার পর বারবার হারলেও ক্রমাগত তাঁর প্রাপ্ত ভোট বাড়ছে। আর তিনি হামলার মুখে পড়ছেন। বারবার তার মনোনয়ন বাতিল করা হচ্ছে। আদালতে গিয়ে তিনি নিজেকে প্রার্থী পদের যোগ্য বলে প্রমান করছেন। ভোট পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশের যুব সমাজের বড় অংশের ভোট পাচ্ছেন হিরো আলম ।

   

ঢাকা ১৭ নম্বর আসনের ভোট চলাকালীন সোমবার বিকেল বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে নির্দল প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। তিনি জখম। ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

হিরো আলম বলেন, ‘শুরু থেকেই নানাভাবে আমাকে বাধা দেওয়া হচ্ছিল। বনানী বিদ্যানিকেতনে গেলে জয় বাংলা স্লোগান দিয়ে একদল উশৃঙ্খল যুবক আমার উপর হামলা চালায়। আমাকে বেধড়ক মারে, জামাকাপড় ছিঁড়ে দেয়। হামলাকারী সবাই সরকারদলীয় ছাত্রলীগ ও যুবলীগের।’

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে খবর, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আট জন। ভোটে লড়াই করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মহম্মদ আলী আরাফাত, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন। আর স্বতন্ত্র (নির্দল) প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) ও তারিকুল ইসলাম। তবে খালেদা জিয়ার বিএনপি ভোট বয়কট করেছে।