BANGLADESH: হাফ ম্যারাথনে টানা ২১ কিমি দৌড়ালেন ৭৫-র যুবক

আমরা অনেকেই গাড়ি কিনি, বাড়ি তৈরী করি, টাকা উপার্জন করি, কিন্তু স্বাস্থ্যের কথা ভুলেই যাই। স্বাস্থ্য নিয়েই আমাদের অবহেলা। স্বাস্থ্য ঠিক রাখতে যেমন প্রতিনিয়ত ব্যায়াম…

আমরা অনেকেই গাড়ি কিনি, বাড়ি তৈরী করি, টাকা উপার্জন করি, কিন্তু স্বাস্থ্যের কথা ভুলেই যাই। স্বাস্থ্য নিয়েই আমাদের অবহেলা। স্বাস্থ্য ঠিক রাখতে যেমন প্রতিনিয়ত ব্যায়াম প্রয়োজন তেমন দৌড়ানো প্রয়োজন। শরীরচর্চার একটি অন্যতম মাধ্যম হল দৌড়ানো। প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ মিনিট দৌড়ালে হৃদযন্ত্র ভালো থাকে,শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। আর মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বাংলাদেশের রায়পুরা উপজেলায় অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন।

শুক্রবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় হাফ ম্যারাথন দৌড়। সবুজে ঘেরা গ্রামের মেঠো পথ দিয়ে অংশগ্রহণকারীরা রায়পুরা উপজেলা থেকে দৌড়ান।৭৫ বছরের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ, তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ এই ম্যারাথন দৌড়ে অংশ নেন। সারাদেশ থেকে দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ৪০০ জন। ২১.১ কিলোমিটারে ২১০ জন আর ১০ কিলোমিটারে অংশ নেন ১৯০ জন। ছয়জন বিদেশী প্রতিযোগীও অংশ নেন এতে।৭৫ বছর বয়সী সোয়ান ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান খবির উদ্দিন খান টানা ২১ কিলোমিটার দৌঁড়ান এই হাফ ম্যারাথন প্রতিযোগিতায়।

রান ফর ভেসেল এই লক্ষ্যে আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার দৌড়ে ৩ ঘণ্টায় তিন পুরুষ এবং তিন নারী বিজয়ী হন এবং ১০ কিলোমিটার দৌড়ে দেড় ঘণ্টায় সময়ে নারী পুরুষসহ ৬ জন বিজয়ী হন। তবে হার কিংবা জিত নয়, শরীর ও মন ভাল রাখার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণই লক্ষ্য বলে জানান ম্যারাথনে অংশগ্রহণকারীরা।