১৬ বছর না হলে সোশাল সাইটে ঢোকা নিষিদ্ধ, অস্ট্রেলিয়ায় জারি ‘বিশ্বের কঠোরতম আইন’

বয়ষ ১৬ তাহলে সোশাল সাইটে (Social Site) ঢোকা নিষিদ্ধ। বিভিন্ন সামাজিক মাধ্যমে নাবালকদের প্রবেশাধিকার রুখতে এমনই অবস্থান নিল অস্ট্রেলিয়া (Austalia) সরকার।     বিবিসি জানিয়েছে, ১৬…

AUstralia bans social media for kids

short-samachar

বয়ষ ১৬ তাহলে সোশাল সাইটে (Social Site) ঢোকা নিষিদ্ধ। বিভিন্ন সামাজিক মাধ্যমে নাবালকদের প্রবেশাধিকার রুখতে এমনই অবস্থান নিল অস্ট্রেলিয়া (Austalia) সরকার।

   

বিবিসি জানিয়েছে, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এই সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে। এই আইনটিকে বলা হচ্ছে ‘বিশ্বের কঠোরতম আইন’।

এই আইনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে কমপক্ষে ১২ মাস সময় দেওয়া হবে। এটি বাস্তবায়নে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ পাঁচ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য এই আইন প্রয়োজন।”

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার আইনসভা সেনেটে ৩৪-১৯ ভোটে বিলটি পাশ হয়। তারপর এটি শুক্রবার সকালে প্রতিনিধি পরিষদে পাশ হয়। এরপর প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই আমাদের শিশুদের একটি শৈশবকাল থাকুক এবং বাবা-মায়েরা জানুক যে আমরা তাদের পাশে আছি”।

বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞা জারি হলেও কোন কোন সোশালিস্ট সাইট প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে, এই আইনে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। যোগাযোগমন্ত্রী এসব সিদ্ধান্ত নেবেন।