Attack on Gaza: গণহত্যার বদলা নিতে হামাসের গুহায় ইজরায়েলি হামলা, বহু মৃত্যু গাজায়

গণহত্যার বদলা নিচ্ছে ইজরায়েলি সেনা। এমনই দাবি ইজরায়েলি সেনার। গাজায় চলছে সেনা অভিযান (Attack on Gaza), সংঘর্ষে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৫০ হামাস…

Attack on Gaza: গণহত্যার বদলা নিতে হামাসের গুহায় ইজরায়েলি হামলা, বহু মৃত্যু গাজায়

গণহত্যার বদলা নিচ্ছে ইজরায়েলি সেনা। এমনই দাবি ইজরায়েলি সেনার। গাজায় চলছে সেনা অভিযান (Attack on Gaza), সংঘর্ষে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৫০ হামাস সদস্যকে মেরে ফেলা হয়। এমনই বার্তা ইজরায়েলের। 

প্যালেস্টাইনের অংশ বলে সুপরিচিত গাজা থেকে গত ৭ অক্টোবর আক্রমণ চালিয়েছিল ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। সেই হামলায় হাজারের বেশি নিহত হন। ইজরায়েলের অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় ভেঙেছিল হামাস। এবার প্রত্যাঘাত চালাচ্ছে ইজরায়েল।

BBC জানাচ্ছে গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় হামাস বনাম ইজরায়েলি সেনার তীব্র সংঘর্ষ হয়। ইজরায়েলের সেনা জানাতে, জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। জঙ্গি ঘাঁটি  লক্ষ্য করে বিমান হামলার পর মাটির নিচে থাকা হামাসের বাংকার ভেঙে পড়ে। স্থল অভিযানে প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।

আরও পড়ুন ইজরায়েলের সেনাকে কেমন করে ঘিরছে হামাস ঘনিষ্ঠ গোষ্ঠরা: Attacks on Israel: চারদিক ঘেরাও ইজরায়েল! হামাসের পর ইরানি সংগঠনের বোমা বর্ষণ

Advertisements

ইজরায়োলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন আইডিএফ গাজা উপত্যকায় স্থল অভিযানের সময় “উল্লেখযোগ্য” সাফল্য অর্জন করছে, তবে এটি “ভারি মূল্য দিতে হয়েছে”। হামাস দাবি করেছে একাধিক ইজরায়েলি বিমান হামলায় বকয়েকটি অ্যাপার্টমেন্ট ভেঙেছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ বলেছে ৫০ জন নিহত হয়েছে।

আইডিএফ-এর মতে, সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়ন এলাকার বেশ কয়েকটি অসামরিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং হামলায় নিহতদের মধ্যে অনেকেই হামাসের সদস্য।