Attack on Gaza: হামাস নির্মূল অভিযানে ইজরায়েলি সেনা, গাজা সিটি ঘিরে প্রবল সংঘর্ষ

গণহত্যার বদলা নিতে মরিয়া ইজরায়েল। গত ৭ অক্টোবর বিশ্বের অন্যতম সুরক্ষা বলয়ে ভেঙে গাজা ভূখণ্ড থেকে হামলা করে হাজারের বেশি মানুষকে খুন করেছিল ফিলিস্তিনি সংগঠন…

Israel Hamas War

গণহত্যার বদলা নিতে মরিয়া ইজরায়েল। গত ৭ অক্টোবর বিশ্বের অন্যতম সুরক্ষা বলয়ে ভেঙে গাজা ভূখণ্ড থেকে হামলা করে হাজারের বেশি মানুষকে খুন করেছিল ফিলিস্তিনি সংগঠন হামাস। ইজরায়েল-প্যালেস্টাইনের দশকের পর দশকের ভূ-রাডনৈতিক দ্বন্দ্বে এটাই ছিল ইজরায়েলের উপর সবথেকে বড় হামলা। প্রত্যাঘাত (Attack on Gaza) শুরু করেছে ইজরায়েল।

AP জানাচ্ছে, হামাস জঙ্গিদের নির্মূল করতে ইজরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের দিকে অগ্রসর হয়েছে। গাজার উত্তরের শহরটি ইজরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে যুদ্ধের মাঝেই ইজরায়েল সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব ব্লিঙ্কেন। গাজার শাসক হামাস গোষ্ঠী জানান, ইজরায়েলি সেনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

BBC জানাচ্ছে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধে গতি 7 অক্টোবর থেকে প্রায় 9,000 ফিলিস্তিনি নিহত।  আর ইজরায়েলে 1,400 জনেরও বেশি মানুষ নিহত। এদের বেশিরভাগই 7 অক্টোবর হামাসের হামলায় মারাষ্ট্র যান। ওই দিন ইজরায়েলের বহু চর্চিত মিসাইল রোধক ‘আয়রন ডোম’ বলয় ভেঙে পাঁচ হাজারের বেশি ক্ষেপনাস্ত্র ছুঁড়়েছিল গাজার শাসক ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে গণহত্যা করেছিল হামাস জঙ্গিরা। এরপরই প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল।

CNN জানাচ্ছে, মার্কিন কংগ্রেসের  নিম্ন কক্ষ বৃহস্পতিবার ইজরায়েলের জন্য 14 বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনেপ সরকার বলেছে ইজরায়েল-হামাস সংঘাতে কিছু বিরতি দরকার. যাতে নিরীহরা নিরাপদে গাজা থেকে বেরিয়ে যেতে পারে।  ইজরায়েলকে সতর্ক করে বাইডেন বলেছেন এই অঞ্চলে মানবিক সংকটের কারণে গাজায় তাদের সামরিক লক্ষ্যগুলি অনুসরণ করা কঠিন হয়ে উঠবে।