HomeTop StoriesAttack on Gaza: আজ রাতে গাজা বুঝবে আমাদের রাগ, হামাসকে বার্তা ইজরায়েলের

Attack on Gaza: আজ রাতে গাজা বুঝবে আমাদের রাগ, হামাসকে বার্তা ইজরায়েলের

গাজা যুদ্ধবিরতি সমর্থনে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট দিল না ভারত। যদিও মানবিক সাহায্য পাঠিয়েছে।

- Advertisement -

‘গাজা আজ রাতে আমাদের ক্রোধ অনুভব করবে’। এমনই বার্তা দিয়ে ইজরায়েল বলেছে স্থল আক্রমণ (Attack On Gaza) সম্প্রসারণ করা হবে। যদিও এর আগে গাজার সীমান্ত পার করে সীমিত ট্যাংক হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। গত ৭ অক্টোবর গাজার শাসক ফিলিস্তিনি গোষ্ঠি হামাস আচমকা বিপুল রকেট হামলা চালিয়েছিল ইজরায়েলে। একইসাথে হামাস সদস্যরা ইজরায়েলে ঢুকে গণহত্যা করেছিল। এর প্রত্যাঘাত করছে ইজরায়েল।

ভারত গাজা যুদ্ধবিরতি সমর্থনে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট দিল না ভারত। ভোটে ভারত ছিল অনুপস্থিত। যদিও গাজায় মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। গাজার ফিলিস্তিনি শাসক হামাসের হামলার কড়া নিন্দা করলেও অপর ফিলিস্তিনি গোষ্ঠি ফাতাহ যারা প্যালেস্টাইনের ওয়েস্টব্যাংক এলাকার শাসক তাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সংযোগ রেখেছে ভারত। এছাড়া ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি ভোটে অনুপস্থিত ছিল। প্রস্তাবটি বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ 40 টিরও বেশি দেশ একযোগে উত্থাপন করে। 

   

গাজায় সেনা অভিযান নিয়ে ইজরায়েলের শীর্ষ সামরিক কর্তা বলেছেন, গাজায় স্থল আক্রমণ “সম্প্রসারণ” করা হচ্ছে। এক সিনিয়র সামরিক কর্মকর্তা এই অভিযানটিকে “গুরুত্বপূর্ণ” বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, হামাস গোষ্ঠি বলেছে যে গাজায় তাদের যোদ্ধারা ইজরায়েলের আক্রমণের জবাব দেবে “পূর্ণ শক্তি” দিয়ে।

অনলাইন নিউজ আউটলেট Visegrad24 যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ইজরায়েলি ট্যাঙ্ক গাজার দিকে গোলা দাগছে। ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে বলেছেন, “গত কয়েকদিনে চালানো হামলার পাশাপাশি, স্থল বাহিনী আজ রাতে তাদের অভিযান বাড়াচ্ছে।”  টাইমস অফ ইজরায়েল জানাচ্ছে, 2.3 মিলিয়ন মানুষ বাইরের বিশ্ব এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular