Attack on Gaza: গাজায় ঢুকতে ইজরায়েলকে নিষেধ, কাতারি আমিরের সতর্কতা মানলেন বাইডেন

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: হুড়মুড়িয়ে ব্রেকিং খবর আসছে আমার মোবাইলে। কাতার ট্রিবিউন, আরব নিউজ, বিবিসি, মিডিল ইস্ট আই, আল জাজিরা, গাল্ফ টাইমসের সংবাদ ঝলক মার্কিন…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: হুড়মুড়িয়ে ব্রেকিং খবর আসছে আমার মোবাইলে। কাতার ট্রিবিউন, আরব নিউজ, বিবিসি, মিডিল ইস্ট আই, আল জাজিরা, গাল্ফ টাইমসের সংবাদ ঝলক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সরাসরি ইজরায়েল সরকারকে বলেছেন ফিলিস্তিনিদের জমি গাজায় ঢুকতে যেও না। এই সংবাদে তীব্র উত্তেজনা ইসলামি দুনিয়া তথা আরব বিশ্বের দেশগুলিতে। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশেই চলে ইজরায়েল। খবর আসছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের নিয়ন্ত্রিত এলাকা গাজা থেকে আচমকা ভয়াবহ রকেট হামলা করেছিল। ইজরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল। ইজরায়েলের অতি আলোচিত নিরাপত্তা বলয় ভেঙেছিল হামাস। এরপরই নিজেদের গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করে ইজরায়েল। শুরু হয় প্রত্যাঘাত। গাজায় হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দিতে ইজরায়েলি সেনার অভিযান সবুজ সংকেতের অপেক্ষায়। এই প্রেক্ষিতে কাতারে জরুরি সফর করেছিলেন মার্কিন বিদেশ সচিব। সেই সফরে কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সরাসরি সতর্কবার্তায় বলেছিলেন, গাজায় যদি ইজরায়েলি সেনা ঢোকে তাহলে ভুল করবে। তাঁর সতর্কতা মেনে একই অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

আমির ও মার্কিন বিদেশ সচিবের বৈঠকের খবরে কাতারের রাজধানী দোহা থেকে পশ্চিমবঙ্গের পাঠকদের জন্য আমি যে সংবাদ লিখেছিলাম  তার শিরোনাম ছিল “ভুলেও গাজায় ঢুকবে না, সোনার বৈঠকখানায় ব্লিঙ্কেনকে বোঝালেন কাতারি আমির”। দোহার লুসাইল প্যালেসে মার্কিন বিদেশ সচিবকে আরব কূটনীতির গরম খেলার সহজপাঠ পড়িয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল থানি।

পড়ুন সেই খবরটি Israel Hamas War: ভুলেও গাজায় ঢুকবে না, সোনার বৈঠকখানায় ব্লিঙ্কেনকে বোঝালেন কাতারি আমির

ছোট্ট কাতার বিশ্বকে বিরাট বিপদ থেকে রক্ষা করল। একবার যদি ইজরায়েল তার স্থল সেনা অভিযান গাজার মাটিতে শুরু করে দেয় তাহলে পুরো আরব জাতি তেল ব্লক করে দিতে পারে। পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিশ্চই বুঝতে পারছেন। 

চলতি ইজরায়েল ও হামাস সংঘর্ষের প্রেক্ষিতে আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান CBS News বাইডেনের  একটি সাক্ষাতকার নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলকে গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় দখলদারিত্বের বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমি মনে করি এটি একটি বড় ভুল হবে,”। তিনি আরও বলেন, ” গাজায় যা ঘটেছে তা আমার দৃষ্টিতে হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। এবং আমি মনে করি এটি হবে ইজরায়েলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল।”