দেশে ভয়ানক নৌকাডুবি, মৃত অন্তত ৯৪ জন

দেশে ভয়ানক ঘটনা ঘটে গেল। এক ভয়ানক নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৯৪ জনের। জানা গিয়েছে, পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে (Mozambique) রবিবার গভীর রাতে সাগরে নৌকাডুবির…

দেশে ভয়ানক ঘটনা ঘটে গেল। এক ভয়ানক নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৯৪ জনের। জানা গিয়েছে, পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে (Mozambique) রবিবার গভীর রাতে সাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখনও অবধি ৯৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, মাছ ধরার নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিলেন। এটি ধারণ ক্ষমতার চেয়ে অনেকটাই বেশি ছিল বলে অভিযোগ। পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। নামপুলা প্রদেশের মোজাম্বিক দ্বীপের কাছে সাগরে নৌকাটি ডুবে যায়। নামপুলার সেক্রেটারি জেইম নেতো বলেন, নৌকাটি মোসুরিল ছেড়ে মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। কলেরা রোগ থেকে বাঁচতে লোকেরা মোজাম্বিক ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন।

এই ঘটনার সাথে সম্পর্কিত ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে লোকজনকে উদ্ধার করতে দেখা যাচ্ছে এবং সমুদ্রের তীরে অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি নিখোঁজ রয়েছেন ২৬ জন। এহেন রোমহর্ষক দৃশ্য দেখে অনেকেই চমকে উঠেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি থেকে আফ্রিকার অনেক দেশে কলেরা রোগ ছড়িয়ে পড়েছে। মোজাম্বিকের নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর একটি। কলেরা প্রাদুর্ভাবের প্রধান কারণ দূষিত খাবার ও জল।