Donald Trump: জনসভায় ট্রাম্পকে খুনের চেষ্টা, গুলিতে ফুটো হয়ে গেছে কান

প্রাক্তন জাপানি প্রেসিডেন্ট শিনজো আবে রক্ষা পাননি। তাকে জনসভাতেই গুলি করে খুন করে আততায়ী। সেই গুলি আবের পিঠ ফুঁড়ে ঢুকেছিল। দু’বছর আগের সেই ঘটনার পর…

প্রাক্তন জাপানি প্রেসিডেন্ট শিনজো আবে রক্ষা পাননি। তাকে জনসভাতেই গুলি করে খুন করে আততায়ী। সেই গুলি আবের পিঠ ফুঁড়ে ঢুকেছিল। দু’বছর আগের সেই ঘটনার পর এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে জনসভাতেই খুনের চেষ্টা হল। এক্ষেত্রে হামলাকারীর গুলি ট্রাম্পের কান ফুটো করেছে। প্রাণঘাতী হামলায় রক্ষা পেয়েছেন ট্রাম্প।

নির্বাচনী সমাবেশে হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন তিনি নিজেই।

   

ট্রাম্প লিখেছেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

বর্ষীয়ান ট্রাম্পে কানে গুলির আঘাত কি ভবিষ্যতে তাঁকে বধির করে দিতে পারে? এমনও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনও কোনও মেডিকেল রিপোর্ট আসেনি। চিকিৎসকরা জানান ট্রাম্প মানসিকভাবে চাঙ্গা। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির তরফ থেকে বলা হয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট চিন্তামুক্ত। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকদের বিশেষ দল। তাঁদের অনুমতি নিয়েই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি চালাবেন ট্রাম্প।

চিকিৎসকদের নজরে ট্রাম্প বিপদমুক্ত। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের নজরে এই ঘটনা অশনি সংকেত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদাধিকারীদের খুন ও খুনের চেষ্টার ঘটনা একাধিক। নিরাপত্তা বলয়ের ফাঁক গলে গুলি করে ট্রাম্পকে খুনের চেষ্টা দেশটির অভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছে।

বিবিসি জানাচ্ছে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে গুলি করে মারা হয়। গুলিবিদ্ধ আরও একজন নিহত। তিনি সমাবেশে ভাষণ শুনছিলেন। আরও এক গুলিবিদ্ধ জখম। প্রত্যক্ষদর্শীর বলেছেন, সমাবেশের নিকটবর্তী একটি বাড়ি থেকে একাধিক গুলি চালায় হামলাকারী।