প্রেস কনফারেন্সে হেস্থার শিকার ইমরান খানের বোন, কী ঘটল আদিয়ালা জেলের বাইরে?

লাহোর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানম শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় এক অপ্রীতিকর ঘটনার শিকার হলেন। তাঁর বক্তব্য চলাকালীন…

Aleema Khanum egg attack

লাহোর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানম শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় এক অপ্রীতিকর ঘটনার শিকার হলেন। তাঁর বক্তব্য চলাকালীন হঠাৎই এক মহিলা ভিড়ের মধ্যে থেকে ডিম ছুড়ে মারেন। সেই ডিম এসে লাগে তাঁর থুতনিতে এবং পরে পোশাকে গড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত সন্দেহে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তোশাখানা মামলার শুনানির পর এদিন সাংবাদিকদের সামনে আসেন আলিমা। সেই সময়ই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ফুটেজে শোনা যায় ভিড়ের মধ্যে কেউ প্রশ্ন করছেন, “কে করল এটা?” কিন্তু খানম শান্তভাবে জবাব দেন,“কোনও ব্যাপার নয়, যেতে দিন।”

   

রাজনৈতিক মহলে বিতর্ক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিম নিক্ষেপকারীরা পিটিআই সমর্থকই। অভিযোগ, সাংবাদিকদের এক প্রশ্ন এড়িয়ে যাওয়ায় ক্ষোভে তাঁরা এই কাজ করেন। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অনেক সমর্থকই ঘটনাটিকে লজ্জাজনক ও অশোভন বলে নিন্দা করেছেন। এক সমর্থক লিখেছেন, “রাজনৈতিক মতপার্থক্য এক জিনিস, কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করা উচিত নয়।”

অন্যদিকে অনেকে আবার দায় চাপিয়েছেন সেনাপ্রধান আসিম মুনির ও নওয়াজ শরিফের দল নুন লিগের উপর। তাঁদের দাবি, খান পরিবারকে ভয় দেখাতেই এই অপকীর্তি ঘটানো হয়েছে।

Advertisements

তোশাখানা মামলার প্রেক্ষাপট Aleema Khanum egg attack

প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তোশাখানায় জমা রাখা প্রায় ১৪ কোটি পাকিস্তানি রুপি (প্রায় সাড়ে পাঁচ লক্ষ মার্কিন ডলার) মূল্যের সরকারি উপহার অবৈধভাবে বিক্রি ও আত্মসাৎ করেছিলেন। রাষ্ট্রনেতাদের পাওয়া মূল্যবান উপহার সংরক্ষণের জন্য পাকিস্তান সরকারের এই ভান্ডারটি নির্দিষ্ট।

২০২৩ সালের আগস্টে এই মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। সেই মামলার শুনানির দিনেই জেলের বাইরে বোন আলিমাকে ঘিরে ঘটল এই চাঞ্চল্যকর ডিমকাণ্ড।

World: Aleema Khanum, sister of former Pakistan PM Imran Khan, was struck by an egg while speaking to journalists outside Adiala Jail. The incident, which occurred after a hearing for the Toshakhana case, has sparked political controversy and divided PTI supporters, with some condemning the act and others blaming rival political factions.